কি দোষ ছিলো মাগো....??
লিখেছেন লিখেছেন নীলসালু ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২১:১৯ দুপুর
দশ মাস দশ দিন পরে,
জন্ম নেবো তোমার ঘরে, মাগো!
কি দোষ আমার, একলা ফেলে
কোথায় তুমি ভাগো..?!
বাপের ১০ মিনিটের সুখ,
তোমার ১০ মাসের এক বোঝা,
সস্তা প্রেমের পরিণতি
এতোটাই কি সোজা..!?
কি পাপ আমার, আমারে ক্যান জলে ফেল্লি মা?
নর্দমাতে ডুবি আমি, সাতাঁর জানি না..!
নাভিটাও কাটলিনা মা!
তুই যে বড়ই অলস!
"নাড়ি ছেঁড়া ধন" আমি তোর..
ক্যামনে এটা বলোশ..!?
মাগো..!!
সমাজ ভয়ে হয়তো আমায়, রাখলি নিচে নামায়..!!
১০ মিনিটের সুখের লাইগা, আর মারিশ না আমায়!!!!
from-fb
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন