আইন মানছে না গ্রামীণফোন। উন্নত সিমকার্ড আমদানির নামে বিদেশে করছে বিপুল পরিমাণ অর্থ পাচার।

লিখেছেন লিখেছেন নীলসালু ২০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৪:১৭ রাত

১৯৯৭ সালে দেশের প্রথম জিএসএমভিত্তিক মোবাইল ফোন সেবা কার্যক্রম শুরু করে নরওয়েভিত্তিক গ্রামীণফোন লিমিটেড। কিন্তু তুলনামূলক বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আত্মপ্রকাশ করলেও শুরু থেকেই দুর্নীতির নানা অভিযোগে জড়িয়ে পড়ে এই ফোন কোম্পানি।

▓ কর ফাঁকি ▓

** ২০০৭ ও ২০০৮ সালে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামীণফোনকে দুই দফায় প্রায় ৪শ' ১৮ কোটি টাকা জরিমানা করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

** ২০০৮-০৯ সালে নিয়মবহির্ভূতভাবে কর রেয়াত ও রেলওয়ের ইজারা বাবদ গ্রামীণফোনের কাছে সরকারের পাওনা দাঁড়ায় ৬৫ কোটি টাকারও বেশি।

▓ 3G সিম দুর্নীতি ▓

মোবাইল ফোনের সিম কার্ড, তারা বলছে এটা তাদের অরিজিনাল কোম্পানির সিম এবং সেখান থেকেই তারা নিয়ে আসছেন। আমাদের দেশে যদি এটা পাওয়াও যায়, তবু তারা এটা কিনতে বাধ্য নয়। আমাদের দেশে যদি এটার দাম ৫ টাকাও হয়, তারা তাদের দেশ থেকে এটা ২৫ টাকা দেখিয়ে কিনে আনেন। তার মানে তারা একটা এলসি খোলছেন। এরফলে, আমার দেশের ৫ টাকার বদলে তারা ২৫ টাকা নিযে যাচ্ছে।

▓ মোবিক্যাশ ধোকাবাজি ▓

টিভিতে কয়েকদিন ধরে গ্রামীন ফোনের একটা বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনটি মোবিক্যাশ-এর। গ্রামীন ফোনের একটা সার্ভিসের নাম: মোবিক্যাশ। বিজ্ঞাপনে একটু ঘুরিয়ে পেচিয়ে বলা হচ্ছে, মোবিক্যাশের মাধ্যমে মোবাইল ফোনে টাকা লেনদেন করা যাবে।

আমরা জানি,

গ্রামীন ফোন লাইসেন্স পেয়েছে মোবাইলে কথা বলার এবং ইন্টারনেট ব্যবসার জন্য।

তারা কি ”মোবাইল ব্যাংকিং”-এর লাইসেন্স পেয়েছে?

তাদের এই লাইসেন্স কে দিয়েছে?

কবে দিয়েছে?

দিলে আমরা সেটা জানলাম না কেন?

আর না দিয়ে থাকলে গ্রামীন ফোন কীসের ভিত্তিতে এই বিজ্ঞাপন প্রচার করছে?

টেলিমনিটরিং সংস্থা বিটিআরসি কি করছে?

এই অনিয়ম কি দেখার কেউ নেই?

বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে কি?

সবশেষ,

মোবাইল সেবার নামে দিনের পর দিন এই কোম্পানি দেশের মানুষের রক্তচোষা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে দেশের বাইরে। অথছ দেশকে দিচ্ছেনা কোনো ট্যাক্স, মানছে না কোনো আইন, বাড়িয়ে চলেছে কল রেট।

এদের বিরুদ্ধে সোচ্চার হোন......

---------নীল

বিষয়: বিবিধ

২২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File