ব্রেকিং:: টুডে ব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে কোর্টে মামলা I Don't Want To See

লিখেছেন লিখেছেন নীলসালু ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪৯:১৬ রাত

বিডিটুডে ব্লগ অর্থাৎ বর্তমান বিডিটুমরো ব্লগের কতৃপক্ষ/সঞ্চালকের বিরুদ্ধে মামলা দায়ের।

অল্প কিছুদিন আগে থেকে শুরু হওয়া এই ব্লগটি বেশ অল্প সময়েই দেশ এবং দেশের বাইরের সকল নেট ইউজারদের মনোযোগ আকর্ষণ করেছে।প্রতিদিন অসংখ্য ভিজিটর এই ব্লগ সাইট ভিজিট করে থাকেন। সম্প্রতি এই ব্লগটি বাংলাদেশে দেখা যায়নি।কিন্তু এখন আবার সমস্যা কাটিয়ে এই ব্লগ দুর্বার গতিতে এগিয়ে চলেছে......

*************************

Winking) গ্যাস সিলিন্ডারের মতো হাওয়া অনেক দিলাম।হাওয়া হলেও কথাগুলো সত্য। মাগার এইবার আর চুপ থাকা যাবেনা।

সালু অনেকদিন থেকেই একটি বিষয় লক্ষ্য করে যাচ্ছে। কিন্তু নিজের মান সম্মানের কথা ভেবে কিছুই বলেনি ব্যাট আজকে বলতে বাধ্য হচ্ছি।

এই ব্লগের মডুরা হলো লুল। মডু ফেসবুক সেলিব্রেটিদের ফ্রেন্ড রিকুয়েস্ট ঝুলিয়ে রাখার স্টাইলে পুরুষ ব্লগারদের ব্লগিং সুবিধা ঝুলিয়ে রেখে লুলামি করে মেয়ে ব্লগারদের ব্লগিং সুবিধা তারাতারি দিয়ে দিচ্ছে। এতে করে ব্লগে নারী ব্লগারের সংখ্যা দিনের পর দিন বাংলাদেশের জনসংখ্যা হারের মতই বেড়ে চলেছে। এই ভাবে চলতে থাকলে এই ব্লগে অচিরেই পুরুষ ব্লগারের কোনো চিহ্নই দেখতে পাওয়া যাবেনা!!

টুডে ব্লগ কর্তৃপক্ষের এহেন কর্ম "পুরুষাধিকার" লঙ্ঘনের সামিল বলে মনে করছি...........

তাই আমি নীলসালু এই ব্লগ কতৃপক্ষের বিরুদ্ধে মামলা করার চিন্তা ভাবনা করছি। আশাকরি তার আগেই সময় থাকতে কতৃপক্ষ "নারী পুরুষ সমান অধিকার" হারে ব্লগ পরিচালনা করবেন। Hurry Up

বিষয়: বিবিধ

২৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File