বিশ্বের সর্ব কালের সেরা আলোচিত জোকসের কয়েকটি দেখুন!!

লিখেছেন লিখেছেন নীলসালু ২৭ এপ্রিল, ২০১৩, ১২:২৫:০৭ দুপুর

১. জামায়াত-শিবির ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই ভবনটি ধসে পড়েছে।(মখা)

২. ভবনের মালিক সরকার দলের কেউ নয়। (প্রধানমন্ত্রী )

৩. ভবন থেকে আগেই লোকজন সরিয়ে ফেলা হয়েছে। (প্রধানমন্ত্রী)

৪. ভবনের মালিক রানা আর যুবলীগ নেতা রানা এক ব্যক্তি নয়। (যুবলীগ সভাপতি)

৫. বিরোধীদলের নেত্রী দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।(প্রধানমন্ত্রী)

৬. বিরোধীদল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।(টুকু)

৭. কেউ প্রমান দিতে পারবেনা যে,রানা যুবলীগ কর্মী।(মুরাদ জং)

৮. রাস্তায় ঝুলানো পোস্টারের ছবি আর প্রথম আলোতে দেওয়া পোস্টার এক নয়।(যুবলীগ সভাপতি)

৯. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান।(সাহারা)

১০. জিনিসপত্রের দাম বেশি তাই এক বেলা খাবার কম খাওয়ার অভ্যাস করুণ।

১১. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।(প্রধানমন্ত্রী)

১২. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি।(মুরগি কবীর)

১৩. বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু।(রোকিয়া প্রেত্নি)

১৪. মউদুদী কুরআনের অপব্যাখ্যা করেছেন। কিন্তু কোথায় করেছেন সেটি আমি জানিনা।(তানিয়া)

১৫. ব্রিরোধী দলের নেত্রী অংক আর উর্দু ছাড়া আর কোনো বিষয়ে পাস দেননি।(হাসিনা ৪ নাম্বার পেয়ে ইতিহাসে ফেল করেছিলো এবং বাংলাতে ফেল করেছিলো) আর আমি শেখ মুজিবের কন্যা।(প্রধানমন্ত্রী)

১৬. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয়। (নাসিম)

এবার শুধু অস্কার পাবার অপেক্ষা................

বিষয়: বিবিধ

২১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File