আমি শক্ত ভাবে বলি
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ২৪ মার্চ, ২০১৩, ০৭:০০:০২ সন্ধ্যা
সত্যিকার অর্থে যা জ্ঞান তা মানুষের মর্যাদা যেমন বাড়িয়ে দেয় তেমনি অন্যকে মর্যাদা দিতে শেখায়ও... যেমন ধরুন, জর্জ বার্নাড শ কিংবা মহাত্মা গান্ধী--- এবং এমন আরও অনেকে, যারা জ্ঞান নিয়ে ফাইজলামী করেনি এবং তারা বেশ মাধুর্যের সাথে অন্য মতের কিংবা ধর্মের ধর্মগুরু অথবা নবীদের সম্পর্কে অত্যন্ত পজিটিভ মন্তব্য করেছে...
তবে আজকাল, না কেবল আজকাল নয়, সর্বকালেই কেউ কেউ ছিল, তারা জ্ঞান বিজ্ঞান আর কিবোর্ড টাইপিং এ এতো উপ্রের লেভেলে চলে গেছে যে মুহাম্মাদ অথবা শ্রী কৃষ্ণ কিংবা গুরুদেব আরও যারা আছেন সম্মানিত- তাদের নামে অসম্মানিত শব্দাবলী অথবা অশ্লীল শব্দাবলী ব্যবহার করে বাক স্বাধীনতার তেরটা বাজাচ্ছে...
আমি শক্ত ভাবে বলি, আমার অনুভূতিতে আঘাত করে তুমি যত মহান হয়েছ ভাবো ততটা আসলে তুমি হওনাই। আসলে তুমি নিকৃষ্টতার অতলে হারিয়ে যাচ্ছ... সমাজ ব্যাপী ছড়িয়ে দিচ্ছ ঘৃণার বিষ-বাষ্প, যা তোমার নিজের অক্সিজেন কমিয়ে দেবে...নষ্ট করে দেবে হাজার বছর ধরে পাশাপাশি একে অন্যের হয়ে বেঁচে থাকার সার্বজনীন সিস্টেমকে।
আমি তোমাকে আঘাত করবো না, এমনকি কেউ তোমাকে আঘাত করতে চাইলে তাকে অবশ্যই থামিয়ে দেবো, কিন্তু আমার প্রতিবাদের শব্দকে স্তব্ধ করার অনৈতিক, অগণতান্ত্রিক এবং বেআইনি আবদার কোর না...
সবাই তো আর আমার মত অনবরত ভালোবাসার ডালি খুলে বসে নেই, আর সবার দ্বারা এটা সম্ভব ও না, কারণ একেক মানুষের মগজ একেক শেই-পে তৈরি, কেউ অধিক গরম কেউ বা বরফের মত।
তবে আমার ভালবাসাকে দুর্বলতা হিসেবে দেখলে ভুল করবে।
বিষয়: রাজনীতি
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন