সবাই দোয়া করবেন

লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ১২ জুন, ২০১৩, ১২:৫৮:৫৩ রাত

প্রতিদিন অফিসে ঢুকতে আর বেরুতে পিচ্চি ছেলেটির সাথে আমার প্রতিযোগীতা হয়, কে আগে সালাম দেবে। এবং সে তার ছোট্ট হাতখানা বাড়িয়ে হ্যাঞ্চিপ, হ্যাঞ্চিপ বলে ছুটে আসে যেখানেই থাকুক, এমনকি একদিন বাথরুম করছিলো, শব্দ শুনে বুঝেছে আমি এসেছি, উঠে চলে আসতে গেলে ওর মা খপ করে হাত ধরে বসিয়ে দেয়...

হ্যান্ড শেক করলে তারপর তার এই অস্থিরতা থামে।

আজকে রাতে যখন টের পেলো আমি বাইরে যাচ্ছি গেইটের পাশের ঐ চিপা রুমটায় টাঙ্গানো মশারীর তল থেকে বলে হ্যাঞ্চিপ হ্যাঞ্চিপ। কণ্ঠস্বর অনেকটাই নিস্প্রভ, মনে হলো যেন সলতের তলায় তেল পাচ্ছেনা। পিচ্চিটার আজ অনেকদিন ধরে জ্বর। মামাকে বললাম, মামা, ডাক্তার দেখান নাই?? আমাকে এক পোটলা ঔষধ দেখিয়ে বললেন, এই দেখেন, এগুলা সব খাওয়াইতাছি...

আমাদের দারোয়ান মামার পিচ্চিটার জ্বর কমে আবার বাড়ে, এই লিটল চ্যাম্পের জন্য সবাই দোয়া করবেন... প্রাণপ্রাচুর্যে ভরা হ্যাঞ্চিপ শব্দটা ঠিক আগের মতই শুনতে ইচ্ছে করছে।



ছবিঃ সেই বিখ্যাত ছবিওয়ালা মুহাম্মদ তারিক হাসান

বিষয়: বিবিধ

১৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File