কন্ট্রোল
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ২৫ জুলাই, ২০১৩, ১২:২০:০৫ রাত
ওরে ধর্ম ধর্ম দোহাই তুলিয়া গিয়েছিস কত পিছে
এদিকে দুনিয়া ছুটছে বহুত, পেছনে রইলি মিছে।
তোর বেখবরে দখল করিল আপন বসত ভিটা
ধানগুলো সব লুটে পুটে খেয়ে রাখিয়া গিয়াছে চিটা।
পড়াইল কত কাপড় চোপড় আধুনিকতার নামে
পোলাপাইন কত বেকুব ভোঁদাই, কিনিয়াছে চড়া দামে...
টাকাগুলো সব ঐ পাড়ে গেল, দেশের বিক্রি খরা
দর্জীবাড়ীর সেলাই বন্ধ, দেশজ বাজার মরা।
ভেবেছিস তুই সিরিয়ালগুলো কেবলই বিনোদন?
হা হা হা, ওরে বেখবর, দখল করিছে মন।
কি হবে তোর পোশাক আশাক, ক্যেমন আচরণ
কন্ট্রোল করে ঐ পাড়ে বসে ঈশ্বর প্রতিক্ষণ।
মানুষের মত হাত মুখ চোখ আছে বলেই কি হায়
নিয়ন্ত্রিত এই মনন লইয়া--- মানুষ হওয়া যায়?
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন