নামটাও ভুলে গেলাম?
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৭:৫৩ রাত
আমাদের ক্লাসের একটি ছেলে অনেক বছর আগে হারিয়ে গিয়েছিলো... ওর নাম --- ওর নাম, সেকি?? আমি নামটাও ভুলে গেলাম? এর পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। যদি কোনদিন সে হঠাত আমার সামনে এসে দাঁড়ায়? জানতে চায় আমি কেমন আছি এই বিভক্ত পৃথিবীতে?
খারাপ লাগবে খুব যদি সে জানতে চায় তার নামটা কি? হতে পারে আমি চালাকি করে তার নাম্বার সেইভ করার সময় আগেই বলবো তোমার নামের বানানটা যেন কি?? ও যে নামটা বলবে সেটার বানান শুনে মুখে এক চিলতে মেকি হাসি নিয়ে ভাব নেবো এটা আমার আগে থেকেই জানা ছিলো...
আমি জানিনা সে বেঁচে আছে নাকি মরে গেছে... কেবল খারাপ লাগছে ওর নামটা ভুলে গেছি বলে
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন