প্রতিটি ধর্মই কারেক্ট?
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ০২ জানুয়ারি, ২০১৩, ১১:৫০:১১ সকাল
প্রতিটি ধর্মই কারেক্ট- এটা ভালো করে খেয়াল করতে হবে যে, কাদের জন্য কারেক্ট? মুসলিমের জন্য ক্রিশ্চিয়ানিটি কারেক্ট না, ঠিক তেমনি একজন ক্রিশ্চিয়ানের জন্য তো ইসলাম কারেক্ট নয়। আপনি কেন তাকে জোর করবেন যে সেও কিংবা একজন হিন্দুও বলবে ইসলাম কারেক্ট?
ইন্নাদদীনা ই'ন্দাল্লাহিল ইসলাম, ইসলাম কারেক্ট আল্লাহর কাছে, আবার এই আল্লাহ সবার আল্লাহ হলেও হিন্দুর কাছে তার যে রুপ কিংবা বানী তার সাথে ইসলাম মিলে না, সুতরাং আল্লাহর কথার চার আনাও দাম নেই তার কাছে।
এজন্য বুঝতে হবেঃ প্রতিটি ধর্ম, ইজম অথবা জীবন ব্যবস্থা (এথেইজম অথবা সন্দেহবাদও এর অন্তর্ভুক্ত/ তারা নিজেদেরকে কোন ধর্মের বলতে চায়না, কিন্তু যেটা কোন ধর্ম নয় সেটাও একটা ধর্ম) তার অনুসারীদের জন্য কারেক্ট হিসেবে বিবেচ্য। সুতরাং তাদেরকে আঘাত করা অনুচিৎ। তেমনি তাদেরও উচিত নয় অন্যধর্মের প্রতি (বিশেষ করে ইসলাম/ কারণ তাদের অধিকাংশেরই অন্য কিছুতে আপত্তি না থাকলেও ইসলামে প্রবল আপত্তি) আক্রোশ বা বিদ্বেষমুলক বাক্য উচ্চারণ করা। কারণ এসব এক ধরণের মূর্খতা।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন