শুধু শুধু কষ্ট করতেছেন বুবু
লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ২৩ মে, ২০১৩, ০৩:২৭:০৬ দুপুর
এভাবেই কি চলেছিলো অনাদি কাল থেকে আমাদের এই সবুজ পৃথিবী? সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, সুদান, মিয়ানমার, উইঘুর সহ আরো কত স্থানে অসহ্নীয় সঙ্ঘাত চলছে।
বাংলাদেশে আমরাও হয়ত খুব শান্তিতে ছিলাম বহুকাল, সেই শান্তি আর সইলো না, আমাদেরকেও সেই যুদ্ধের স্রোতে শামিল করতে প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ কেউ, শান্তিতে আর থাকা হলো না বুঝি।
কেচি ওয়ালা হাতগুলোকেও হয়ত কেউ ঘ্যাচাং করে দেবে...
ছোট বেলায় কাচারীতে যখন লাইব্রেরী করতে চেয়েছিলাম... এক শ্রেণীর মুরুব্বিদের হেব্বি আপত্তি, এগুলো কি করো?? কেরাম খেলতে পারো, আড্ডা দিতে পারো... পোলাপাইন মানুষ... কিসের এইসব লাইব্রেরী আর স্টাডী সার্কেল? বাদ্দেও...
আজ যেসব ধর্মপ্রাণ বালিকাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত আনা হলো সেইটা এইদেশে বড় একটা অপরাধ নয় মশাই... সবই কেমন উলটাপালটা।
এক একটি বিশাল দানব বিশ্বময় দাপিয়ে বেড়াচ্ছে...
বন্দুকের নল থেকে বেরিয়ে আসা গরম গলিত শীশার অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বাধীনতার আদর এই ধ্বংসস্তুপের জনপদে অক্লান্ত ভাবে ঘুম পারিয়ে দিচ্ছে অগণন মানুষের...
হে ঘুম, হে চিরনিদ্রা... আমিও একজন সাধারণ, আমিও অগণিত জনতার একজন... ওরা যেভাবে মরে আমিও সেভাবেই মরবো...
জয়নাব আল গাজালী... বোন আমার, একবিংশ শতকের এই লৌহ শিকের আড়ালে আমি তোমার ফোঁপানো কান্না শুনতে পাই...
আমি শুনতে পাই সেই ইদুরগুলোর পায়ের সরসর শব্দ... যেগুলো তোমার সেলে ছড়ে দেয়া হয়েছিলো...
আমি শুনতে পাই অজস্র মানুষের কান্নার শব্দ, সেই হিংস্র কুকুরগুলোর ঘেউঘেউ...
এই ভূখণ্ডে দেশদ্রোহী শব্দটার অর্থ কিছুটা ভিন্ন, যারা সাধারণত দেশের কল্যাণে কাজ করবে বা কথা বলবে তারাই দেশদ্রোহী... যারা মানবতাকে কিলায়া হোতায়ালাইতাছে তারাই মানবতাবাদী...
হে মানবতাবাদী সরকার, আপনাদের জানে জিগার এই দেশের মধ্যে ঢুইকা গুল্লি কইরা গেলো, এখন আমি যদি এইটার প্রতিবাদ করি কালকে আমারে রিমান্ডে নিবেন এইটাই তো বাস্তবতা...
জানের ভয় তো আমারও আছে, তাই খুব একটা প্রতিবাদ করলাম না, কিন্তু মনে রাইখেন, এইভাবে সুযোগ দিতে থাকলে কোনদিন ফ্রেন্ডলি ফায়ারে ঐ গুল্লি আপনাদের চান্দি ফুটা করে সেইটা নিয়ে আমরা সাধারণ জনগণ ব্যাপক চিন্তায় আছি...
হায় হিফাজত হায় শাহবাগ, একদল মরল সম্পূর্ণ অরাজনৈতিক হওয়ায়- কেউ এগিয়ে এলোনা, আরেকদল মরল সম্পূর্ণ রাজনৈতিক লেঞ্জা হওয়ায়- সবাই এগিয়ে এসেও রক্ষা করতে পারলো না...
সবই অদূরদর্শিতা... নেতৃত্বের অদক্ষতা এবং সুদূরপ্রসারী চিন্তার ভয়াবহ শূন্যতা...
পৃথিবীর বুকে একটা অদ্ভুত ঘটনা বরাবরই ঘটে... শাসক কিংবা শক্তিমান গোষ্ঠী যখন কিছু মানুষের বিরুদ্ধে লাগে খামাখাই... তখন তারা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু যখন আদর্শবাদী কোন দল কিংবা সেই আদর্শ মনে প্রাণে ধারণ করে এমন কারো পেছনে লাগে অথবা তাদেরকে নির্বংশ করে দিতে চায় তখন সেই আদর্শ লালন করা মানুষগুলো আপন শক্তিতে জেগে উঠে। এবং অত্যাচারী গোষ্ঠীই ধীরে বিলুপ্ত হয়ে যায়।
আদর্শকে দাবিয়ে ধ্বংস করা যায় না, বরং আদর্শের হাতে ক্ষমতা কিংবা শাসন ক্ষমতা তুলে দিয়েই সম্ভব তাদেরকে ধ্বংস করা (যদি তারা আন্দালুসের বিলাসী আর অবিবেচকদের মত হয়)
শুধু শুধু কষ্ট করতেছেন... একটি দূর্দমনীয় উত্থানকে ত্বরান্বিত করতে।
খুপরি, বিকেল ৩টা, ২৩/০৫/২০১৩
বিষয়: রাজনীতি
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন