এক কাজ করা যায় না?

লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ১২ এপ্রিল, ২০১৩, ১১:২৭:৪০ রাত

এক কাজ করা যায় না?? ক্ষমতাসীনদের তো আইন সংশোধনের সুযোগ আছে, উনারা এত ঝামেলা কেন করতেছে বুঝলাম না, নির্বাচন প্রক্রিয়াটা বাদ দিয়ে দিলে কি সমস্যা?? উনাদের উপরে কি কেউ কোনদিন কথা বলতে পেরেছে?? ক্ষমতার মসনদ একান্তই আপন হয়ে থাকবে।

তাছড়া ৫ বছর তো জনগণের মনে ক্ষোভ জমার জন্য যথেষ্ট নয়, এই অল্প সময়ে বিএনপি/আওয়ামীলীগ কে আর কতটুকুই বা লুটপাট অথবা শোষণ করতে পারে???

নির্যাতন চলতেই থাকবে- চলতেই থাকবে- চলতেই থাকবে... চলতে চলতে চলতে ১০-২০-৩০ বছর... এরপর একসময় ধুম করে বিস্ফোরণ হবে, এইসব শাহাবাগী খিচুরি নৃত্য আর মতিঝিলি ইসলামী আবেগের গনবিস্ফোঁরন কি?? তার চেয়েও শক্তিশালী হবে। তখন হবে সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের প্রয়োজনে।

এখন তো যা হয়, গণতন্ত্রের নামে জাস্ট দেশটাকে ৫ বছর পর পর স্বার্থান্বেষী ব্যবসায়ীদের কাছে আমরা লীজ দেই... নেন, আমাগো বউ দিলাম, এইবার তাকে দিয়ে ব্যবসা করেন...কিংবা গণ-ধর্ষণ করেন... আপ্নেগো ইচ্ছা... আপনেরা মুরুব্বি মানুষ... আমাগো বিয়াতে আপনাদের অনেক অবদান, সেই হিসাবে বউটারে চাইতেই পারেন...

বিষয়: রাজনীতি

৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File