১০ ফেব্রুয়ারী পর্যন্ত "বিয়ের গল্প" লিখুন
লিখেছেন লিখেছেন সম্পাদক ০১ জানুয়ারি, ২০১৪, ০৪:২৪:১৭ বিকাল
প্রিয় ব্লগার,
"বিয়ের গল্প" প্রতিযোগিতায় আপনাদের অভুতপুর্ব সাড়া আমাদের
যেমন উতসাহ দিচ্ছে তেমনি নতুন করে ভাবতে শিখিয়েছে।
প্রতিযোগিতাকে আরও জমজমাট করার জন্য আমরা দুই-সপ্তাহ সময় বাড়িয়ে ১০ ফেব্রুয়ারী ২০১৪ করলাম। আশাকরি, এখনো যারা ব্লগ লিখেননি তারা এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের ভালো কিছু উপহার দিবেন।
প্রিয় ব্লগার,
বিয়ে দু অক্ষরের ছোট্র একটি শব্দ। প্রতিটি মানুষের জীবনে যার প্রভাব অবর্ণনীয়। দু'টি মানব মানবীর এই বিয়ের পিঁড়িতে বসাকে কেন্দ্র করে চারিপাশের সবার মাঝে চলে নানা ক্রিয়া প্রতিক্রিয়া। বাড়ির বিবাহ যোগ্য ছেলে বা মেয়েটির জন্য পাত্র/পাত্রীর সংযোগ ঘটাতে ঘটক সাহেব রঙচটা ছাতা বগলদাবা করে জুতার সুকতলা ক্ষয় করতে করতে পানের রসে যখন মুখ রাঙান। তখন সদ্য রিটায়ার মধ্যবিত্ত পরিবারের কর্তা পাত্র পক্ষের যৌতুকের যোগান মেটাতে দু'চোখে সর্ষে ফুল দেখেন। আর পাত্রের বাবা তেল চকেচকে মাথা চুলকে মুহঃমুহঃ লিস্ট বানাতে থাকেন কন্যাপক্ষের কাছ হতে চাইতে গিয়ে কোনটি আবার বাদ পড়ে সে আশংকায়। আবার আয়োজকরা হুশ করে কোন ভোজন রসিককে বিয়েতে দাওয়াত করতে ভুলে গেলেও বিয়ে বাড়ির পোলাউ, কোর্মার মৌ মৌ গন্ধে তিনি নিজ দায়িত্বে হুশ করে আসতে ভুলে যান না। বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশকে আরো খানিকটা বাড়িয়ে দিতে গ্রাম বাংলায় প্রচলিত বিয়ের গান গুলো যেন আরো এককাঠি সরেস ভূমিকা রাখে
-আইলারে নয়া দামান আসমানের ও ত্যারা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের ন্যাড়া/ দামান বও, দামান বও/ বও দামান কওরে কতা খাওরে বাটার ফান/ যাইবার লাগি চাও যদি খাটিয়া রাহুম কান...........................
আর যাদের ঘিরে এই আয়োজন, সেই পাত্র বা পাত্রী আসন্ন বিয়েকে ঘিরে ভবিষ্যত সুখের কল্পনায় স্বপ্ন দেখতে রাত দিনের পার্থক্য করতে ভুলে যান। এখানেই শেষ নয়। সময়ের পরিক্রমায় সেই নব দম্পতির কোল জুড়ে আসা শিশুটি ও একদিন আধো আধো বোলে অভিমানী গলায় বলে- আম্মু,আব্বু তোমলা আমাকে একতুও ভালবাতনা। তোমাদেল বিয়ের ছবিতে সবাই আতে। কেবল আমাকে সাতে রাখনি। এমনকি জীবনের পড়ন্ত বেলায় ও বুড়ো দাদু ফোকলা মুখে লাজুক হাসি ফুটিয়ে স্বপ্নোথ্থিতের গলায় নাতি নাতনিদের আসরে গল্পের তুবড়ি ছোটান - জানিস তারপর কি হল। বরবেশে আমি বর্ষার কাদামাখা পথে হাঁটতে গিয়ে পিছলে পড়ে পাঞ্জাবী পাজামা সব কাদায় মাখামাখি।.....
জীবনের গল্প কি কখনো ফুরায়! না তার আবেদন কখনো হারায়।
হ্যাঁ পাঠক,
আপনাদের জন্য আমাদের এবারের কলম যুদ্ধের বিষয় বিয়ে
যারা ইতিমধ্যে ও পথ মাড়িয়ে এসেছেন তারা বসে যান লাজুক মুখে সুন্দর কোন মার্জিত স্মৃতিচারণ নিয়ে। আর যারা কিউতে দাঁড়িয়ে তারা ইতিপূর্বে যাওয়া কোন বিয়ে বাড়ির স্মৃতির আশ্রয় নিন। তাই আর দেরী নয় আজই শুরু করুন বিয়ে নিয়ে তিক্ত, মিষ্ট,মজার, কষ্টের যে কোন অভিজ্ঞতাই হোক। লিখতে বসে যান। আবার কেউ চাইলে নাকের ডগায় চশমা সেঁটে ভাবনার জাবর কেটে 'বিয়ের একাল ও সেকাল নিয়ে' তুলনামুলক মূল্যায়ন ও করতে পারেন। মোদ্দাকথা ''বিয়ে সংক্রান্ত সকল বিষয়ই স্বাগত হবে এবারের প্রতিযোগিতায়।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১। লেখাটা অপ্রকাশিত (আগে কোথাও প্রকাশ হয়নি) হতে হবে
২। প্রতিযোগিতার সময় সীমা, ১০ ফেরুয়ারী, ২০১৪
৩। প্রতিযোগিতার জন্য লিখিত বিষয়ের পরিধি- পাঠকদের ধৈর্য এবং ব্লগের পরিসরের সাথে সামন্জ্ঞস্য পূর্ণ হলেই চলবে
৪। লেখা ব্লগে জমা দেয়ার সময়, নীচে বিষয় প্রতিযোগিতা_বিয়ের গল্প আইটেমটি সিলেক্ট করুন, তার পর জমা দিন।ব্লগ হোম পেজের ডান পাশে বিয়ের গল্প নামে সব লেখা জমা হতে থাকবে ২৫ জানুয়ারী পর্যন্ত।
৫। পুরস্কার ঃ প্রথম স্থান অধিকারী পারেন, দুই হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকারি পাবেন, দেড় হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। প্রথম,দ্বিতীয় ছাড়াও আরো পরবর্তী পাঁচ জনের জন্য থাকবে এক হাজার টাকা মুল্যের আকর্ষণীয় পুরস্কার।
তাহলে শুরু হয়ে যাক 'বিয়ে' নিয়ে কে কেমন উষ্ণতা ছড়াতে পারেন পাঠকদের মাঝে সেই প্রতিযোগিতা।
বিঃদ্রঃ অনেকেই অভিযোগ করছে, এই প্রতিযোগিতা শুধু মাত্র বিবাহিতদের জন্য। মোটেও নয়। অবিবাহিতরা লিখুন, আপনার চার পাশে ঘটে যাওয়া কোন বিবাহের সুন্দর-অসুন্দর স্মৃতি গুলো। লিখুন, ভাই-বোন-বন্ধুর বিয়ের ঘটনা গুলো। লিখুন বড়-ছোটদের মধুর সময় গুলো। বিদেশে যারা থাকেন, তারা তুলনা করতে পারে আমাদের দেশের সাথে অন্যদের বিয়ের আনুষ্টানিকতা গুলো। হতে পারে বিয়ে নিয়ে লেখা কোন অনুবাদ ঘটনা/গল্প, কবিতা। অর্থাৎ বিয়ে নিয়ে যেকোন বিষয়েই লেখাকে স্বাগতম।
ধন্যবাদান্তে
সম্পাদক, টুডে ব্লগ
বিষয়: বিবিধ
৫৯৪৭ বার পঠিত, ১৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।
অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।
আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!
হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!
পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!
এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!
...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়! Tongue
থাকনা, গ্যাঞ্জাম করে লাভ কিরে ভাই?
্িাআমরা দু’চার কলম লেখার চেষ্টা চালাই।
স্বামী কেন আসামী
যাক, ব্লগটা জমবে ভাল।
আমার মনে হয় টাকা পুরস্কার না দিয়ে অন্য বিকল্প কিছু চিন্তা করলে ভাল হয়। ধন্যবাদ
keep it up.
আজ থেকে স্বামী হবে আপন।
ব্লগার সঠিক ইসলামের দৃষ্টি আকর্ষন করছি ।
সফল হলে আমিও মাঠে নেমে যাব। তখন আপ্নারে ঘটক বানামু। আপ্নের ভাবিরে কইয়েননা।
আমি ও পেত্তেক বছর বিয়া খাইতাইম...:D/
আর যারা এখনো স্বামর্থ থাকতে এক বিয়ে ও করেন নাই তাদের জন্য দুয়া করে দিলাম
তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।
অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।
আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!
হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!
পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!
এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!
...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়! Tongue
অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
অশ্লীল অশ্লীল
চ্যাম্পিয়ান না হলে ও রানার্সআপ হমু উইথ কনফিডেন্স >- >-
ব্লগার, মডু সবাই কি চোখে মুখে বিয়া ছাড়া আর কিছু দেখেননা?????????????????
অলরেডি ব্লগটার নাম দিয়া দিলাম বিয়ে ব্লগ
এমনিতেই নাচনের বুড়ি তারমধ্যে ঢোলে বারি।
এই বছরের মধ্যে সমস্ত অবিবাহিত ব্লগারের বিয়ের খবর শুনতে চাই।
তবে এবারের প্রতিযোগিতায় চেয়ারম্যান,ইসমাইল একেবি,জোছনার আলোর'র মত যারা নতুন বিয়ে করেছেন তারা ছক্কা মারবে এটা আমি ভালো করেই জানি।
আর ২০১৩ তে যারা একলা থাকার শেষ বছর উদযাপন করেছে তারাও উঠে পরে লাগবেন (আমি কিন্তু মু.নূরনবী, লোকমান বিন ইউসূফ, ভিশু এদের নাম উল্লেখ করতে চাই না)।
বসে থাকবেন না যারা দিল্লির লাড্ডু অলরেডি খেয়ে বসে আছেন তারাও।
আশা করা যায় এবার ব্লগটি ভালোই জমবে।
তবে পুরুস্কার কি দেয়া হবে তা উল্লেখ না করলেও পারতেন। অজানা বিষয়ের প্রতি সব সময় আকর্ষন একটু বেশিই থাকে।
ওয়েল ইউর মেশিন!
ওন মেশিন!
thanks
মানে দ্বিতীয় বিয়ে!
(মানে শুভ কামটা যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি।)
নাকি .............।
ইস আমাদের নুর নবী ও লোকমান বিয়ে করলে কত কিছু শেয়ার করত................আমি আমার বিয়ের গল্প শেয়ার করব ইনশাআল্লাহ। সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। আর দেরী নয় সবাই ঝাপিয়ে পড়ুন
বিয়ে না করলে কি বিয়ের অভিজ্ঞতা হয় না?...
ভাইরে লুকমান তো শ্যাষ!
ফিউজ হৈয়া যাইতাছে!
বিবাহিতদের স্বাগত জানাচ্ছি । আপনাদের নিয়ে যে চমৎকার টপিক নিয়ে আসল। এখন কলম নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমরা পাঠক হিসেবে আছি আপনাদের সাথে ।
ধৈন্যা পাইতেই পারে!
দ্বিতীয়ত, জাতীয় জীবনের হতাশার মাঝে ব্লগে ঢুকে হাসাহাসি করে কিছুটা হালকা হওয়ার সুযোগ করে দেওয়ায় মোবারকবাদ দেওয়া হোক...
তৃতীয়ত, অনেকের গোমর ফাঁস হওয়ার আশংকা রয়েছে...কে কে বিলাই মারতে পারলো, আর কে কে নিজেই বিলাই হৈয়া গেছিল....উঠে আসতে পারে!
চতুর্থত, মডু মামা বেরসিক বলে ব্লগাররা গালাগালিকে খেস্তিখেউরি পর্যায়ে নিয়ে গিয়েছিল....তার অবসান হবে।
পঞ্চমত, ব্যবসায়িক! অর্থাত, ঝিমিয়ে পড়া ব্লগ জমে উঠবে বলে প্রত্যাশা করি।
...এইবার আমার কথা!
দোয়া কইরুইন রে ভাই/বোনগো....
এক্লা আর থাক্তে চাই না...এই ভুবনে!
তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।
অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।
আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!
হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!
পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!
এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!
...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
অশ্লীল অশ্লীল
চ্যাম্পিয়ান না হলে ও রানার্সআপ হমু উইথ কনফিডেন্স>- >-
বিয়ে মানে,
.........লেড়ের পেড়ের
পোয়া-ছা পালন!
ওগ্গা কাঁধুত,
..........ওগ্গা হাতুত,
ওগ্গা পেটুত লন!
বিয়ে অসুর পুন মারন.... :P
পরেরবার বিবাহিত বনাম অবিবাহিত এর প্রতিযোগীতা চাই
দারুণ বিষয় নির্বাচন করেছেন। তবে অবিবাহিত বন্ধুদের যতই কথার প্যাচে প্রতিযোগী ঠাওরান না কেন, আসলেই বেচারারা কষ্ট পাবে।
তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।
অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।
আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!
হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!
পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!
এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!
...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
আমরা তো এখন বিয়ের পরে বাঘ না , সিংহ ও হয়ে গেছি
জমবে ভাল।
নাকি সেখান থেকেও কাট ছাট হবে? :-P
আসুন Lax (লাক্স) সাবানের add করি,
সাবধান কেউ রবি অথবা এয়ারটেল ব্যবহার করবেন না।
রবি এবং এয়ারটেলকে না বলুন। রবি এবং এয়ারটেল যারা ব্যবহার করে তাদেরকে বলে দিন আপনি তাদের সাথে কথা বলবেন না। এই বিষয়ে নো কম্প্রোমাইজ।
ওরা আমাদের ক্রিকেটে হানা দিয়েছে। এবার আমরা ওদের অর্থনীতিতে হানা দিব।
বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভারতের আগ্রাসন আজ থেকে নয়, অনেক আগ থেকে।
মাইক্রোম্যাক্স মোবাইল আউট! ওয়াল্টন ইন! ভারতীয় পেঁয়াজ আউট! বাংলাদেশী পেঁয়াজ ইন!
মন্তব্য করতে লগইন করুন