১০ ফেব্রুয়ারী পর্যন্ত "বিয়ের গল্প" লিখুন

লিখেছেন লিখেছেন সম্পাদক ০১ জানুয়ারি, ২০১৪, ০৪:২৪:১৭ বিকাল



প্রিয় ব্লগার,

"বিয়ের গল্প" প্রতিযোগিতায় আপনাদের অভুতপুর্ব সাড়া আমাদের

যেমন উতসাহ দিচ্ছে তেমনি নতুন করে ভাবতে শিখিয়েছে।

প্রতিযোগিতাকে আরও জমজমাট করার জন্য আমরা দুই-সপ্তাহ সময় বাড়িয়ে ১০ ফেব্রুয়ারী ২০১৪ করলাম। আশাকরি, এখনো যারা ব্লগ লিখেননি তারা এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের ভালো কিছু উপহার দিবেন।

প্রিয় ব্লগার,

বিয়ে দু অক্ষরের ছোট্র একটি শব্দ। প্রতিটি মানুষের জীবনে যার প্রভাব অবর্ণনীয়। দু'টি মানব মানবীর এই বিয়ের পিঁড়িতে বসাকে কেন্দ্র করে চারিপাশের সবার মাঝে চলে নানা ক্রিয়া প্রতিক্রিয়া। বাড়ির বিবাহ যোগ্য ছেলে বা মেয়েটির জন্য পাত্র/পাত্রীর সংযোগ ঘটাতে ঘটক সাহেব রঙচটা ছাতা বগলদাবা করে জুতার সুকতলা ক্ষয় করতে করতে পানের রসে যখন মুখ রাঙান। তখন সদ্য রিটায়ার মধ্যবিত্ত পরিবারের কর্তা পাত্র পক্ষের যৌতুকের যোগান মেটাতে দু'চোখে সর্ষে ফুল দেখেন। আর পাত্রের বাবা তেল চকেচকে মাথা চুলকে মুহঃমুহঃ লিস্ট বানাতে থাকেন কন্যাপক্ষের কাছ হতে চাইতে গিয়ে কোনটি আবার বাদ পড়ে সে আশংকায়। আবার আয়োজকরা হুশ করে কোন ভোজন রসিককে বিয়েতে দাওয়াত করতে ভুলে গেলেও বিয়ে বাড়ির পোলাউ, কোর্মার মৌ মৌ গন্ধে তিনি নিজ দায়িত্বে হুশ করে আসতে ভুলে যান না। বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশকে আরো খানিকটা বাড়িয়ে দিতে গ্রাম বাংলায় প্রচলিত বিয়ের গান গুলো যেন আরো এককাঠি সরেস ভূমিকা রাখে

-আইলারে নয়া দামান আসমানের ও ত্যারা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের ন্যাড়া/ দামান বও, দামান বও/ বও দামান কওরে কতা খাওরে বাটার ফান/ যাইবার লাগি চাও যদি খাটিয়া রাহুম কান...........................

আর যাদের ঘিরে এই আয়োজন, সেই পাত্র বা পাত্রী আসন্ন বিয়েকে ঘিরে ভবিষ্যত সুখের কল্পনায় স্বপ্ন দেখতে রাত দিনের পার্থক্য করতে ভুলে যান। এখানেই শেষ নয়। সময়ের পরিক্রমায় সেই নব দম্পতির কোল জুড়ে আসা শিশুটি ও একদিন আধো আধো বোলে অভিমানী গলায় বলে- আম্মু,আব্বু তোমলা আমাকে একতুও ভালবাতনা। তোমাদেল বিয়ের ছবিতে সবাই আতে। কেবল আমাকে সাতে রাখনি। এমনকি জীবনের পড়ন্ত বেলায় ও বুড়ো দাদু ফোকলা মুখে লাজুক হাসি ফুটিয়ে স্বপ্নোথ্থিতের গলায় নাতি নাতনিদের আসরে গল্পের তুবড়ি ছোটান - জানিস তারপর কি হল। বরবেশে আমি বর্ষার কাদামাখা পথে হাঁটতে গিয়ে পিছলে পড়ে পাঞ্জাবী পাজামা সব কাদায় মাখামাখি।.....

জীবনের গল্প কি কখনো ফুরায়! না তার আবেদন কখনো হারায়।

হ্যাঁ পাঠক,

আপনাদের জন্য আমাদের এবারের কলম যুদ্ধের বিষয় বিয়ে

যারা ইতিমধ্যে ও পথ মাড়িয়ে এসেছেন তারা বসে যান লাজুক মুখে সুন্দর কোন মার্জিত স্মৃতিচারণ নিয়ে। আর যারা কিউতে দাঁড়িয়ে তারা ইতিপূর্বে যাওয়া কোন বিয়ে বাড়ির স্মৃতির আশ্রয় নিন। তাই আর দেরী নয় আজই শুরু করুন বিয়ে নিয়ে তিক্ত, মিষ্ট,মজার, কষ্টের যে কোন অভিজ্ঞতাই হোক। লিখতে বসে যান। আবার কেউ চাইলে নাকের ডগায় চশমা সেঁটে ভাবনার জাবর কেটে 'বিয়ের একাল ও সেকাল নিয়ে' তুলনামুলক মূল্যায়ন ও করতে পারেন। মোদ্দাকথা ''বিয়ে সংক্রান্ত সকল বিষয়ই স্বাগত হবে এবারের প্রতিযোগিতায়।

প্রতিযোগিতার নিয়মাবলীঃ

১। লেখাটা অপ্রকাশিত (আগে কোথাও প্রকাশ হয়নি) হতে হবে

২। প্রতিযোগিতার সময় সীমা, ১০ ফেরুয়ারী, ২০১৪

৩। প্রতিযোগিতার জন্য লিখিত বিষয়ের পরিধি- পাঠকদের ধৈর্য এবং ব্লগের পরিসরের সাথে সামন্জ্ঞস্য পূর্ণ হলেই চলবে

৪। লেখা ব্লগে জমা দেয়ার সময়, নীচে বিষয় প্রতিযোগিতা_বিয়ের গল্প আইটেমটি সিলেক্ট করুন, তার পর জমা দিন।ব্লগ হোম পেজের ডান পাশে বিয়ের গল্প নামে সব লেখা জমা হতে থাকবে ২৫ জানুয়ারী পর্যন্ত।

৫। পুরস্কার ঃ প্রথম স্থান অধিকারী পারেন, দুই হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকারি পাবেন, দেড় হাজার টাকা সমমুল্যের আকর্ষনীয় পুরস্কার। প্রথম,দ্বিতীয় ছাড়াও আরো পরবর্তী পাঁচ জনের জন্য থাকবে এক হাজার টাকা মুল্যের আকর্ষণীয় পুরস্কার।

তাহলে শুরু হয়ে যাক 'বিয়ে' নিয়ে কে কেমন উষ্ণতা ছড়াতে পারেন পাঠকদের মাঝে সেই প্রতিযোগিতা।

বিঃদ্রঃ অনেকেই অভিযোগ করছে, এই প্রতিযোগিতা শুধু মাত্র বিবাহিতদের জন্য। মোটেও নয়। অবিবাহিতরা লিখুন, আপনার চার পাশে ঘটে যাওয়া কোন বিবাহের সুন্দর-অসুন্দর স্মৃতি গুলো। লিখুন, ভাই-বোন-বন্ধুর বিয়ের ঘটনা গুলো। লিখুন বড়-ছোটদের মধুর সময় গুলো। বিদেশে যারা থাকেন, তারা তুলনা করতে পারে আমাদের দেশের সাথে অন্যদের বিয়ের আনুষ্টানিকতা গুলো। হতে পারে বিয়ে নিয়ে লেখা কোন অনুবাদ ঘটনা/গল্প, কবিতা। অর্থাৎ বিয়ে নিয়ে যেকোন বিষয়েই লেখাকে স্বাগতম।

ধন্যবাদান্তে

সম্পাদক, টুডে ব্লগ

বিষয়: বিবিধ

৫৯৪৭ বার পঠিত, ১৬৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158035
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : এ উপলক্ষে হলেও কিছু লিখার চেষ্টা করবো। ধন্যবাদ সম্পাদক।
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
112950
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের দুলাভাইয়ের মুখ থেকে কিছু শুনার অপেক্ষায় আছি।
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:২০
113178
মু নূরনবী লিখেছেন : প্রিয় মদু মামা,

তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।

অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।

আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!

হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!

পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!

এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!

...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়! Tongue
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
120276
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তলপেটে ঘু থাকলে জিলাপী আগন যায়। মডু মামারা বিয়ে শাদীর বিজ্ঞাপন দিয়েও এখনো পর্যন্ত বৌ পটাতে পারে নাই। অহন দেখা যায় যাচ্ছে পুরাতন লেখাকে স্ট্রাইক করে বার বার ঝুলিয়ে রাখছে। বিজ্ঞাপনের মেয়াদ আরো দু' সপ্তাহ বাড়িয়ে ১০ ফেরারী পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার (অপ)চেষ্টা চলছে।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
120314
মোহাম্মদ লোকমান লিখেছেন : Good Luck
থাকনা, গ্যাঞ্জাম করে লাভ কিরে ভাই?
্িাআমরা দু’চার কলম লেখার চেষ্টা চালাই।
158036
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
সুশীল লিখেছেন : বিষয়টা কিন্তু দারুন। মডু মিয়ার বউ আছে কি না, নাকি গার্ল ফ্রেন্ড নিয়েই চলেRolling on the Floor Rolling on the Floor I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
112739
চেয়ারম্যান লিখেছেন : সুশীল তো ভালই জানার কথা Tongue
158037
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
দুষ্টু পোলা লিখেছেন : এবার মাইয়াদের বিশি বেশি লেখা দেখা যাবে। ধন্যবাদ আপনাদের। পরে বিষয় উচিত, প্রেম করেছি, বেশ করেছি Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৬
112706
ভিশু লিখেছেন : না, পরের বিষয় হবে:
Frustrated স্বামী কেন আসামী Frustrated
Rolling on the Floor
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
112774
ধ্রুব নীল লিখেছেন : লাইনে দাড়াইছি। দাক্তার কই? Tongue
158039
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
ভিশু লিখেছেন : ওক্কে, আমি বর-কণে এবং মডু-জুরিদের হেলথ চেকআপ এবং ট্রিটমেন্টের দায়িত্ব নিলাম... Smug চোখ বড় বড় করে হা করুন তো প্লিজ...লম্বা-লম্বা শ্বাস...Chatterbox
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
112704
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor কণেরা কোন দুখেঃ ভিশুর কাছে যাবে বলুনতো যেখানে আছেন কণেরোগ বিশেষজ্ঞ ডাঃ আরুহী, ডাঃ ইকি Angel Angel
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৬
112707
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ডাঃ আরোহী উপস্থিত! Loser Loser Loser কণেরা সব লাইন ধরে একে একে আসো। Big Hug Big Hug Big Hug
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১০
112709
ভিশু লিখেছেন : ওকে...বর আর মডুরা সব চশমা খুলে রুমাল হাতে এদিকের লাইনে...কাম অন, প্লিজ...Angel Love Struck Good Luck Rose
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
112725
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বিদ্যুৎ চলেগেলে আমি হারিকেনের আলো দেখাবো, যেন ড. ভিশু বরদেরকে ঠিকমতো সেবাদিতে পারেন Rolling Eyes Straight Face
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
112775
ধ্রুব নীল লিখেছেন : লাইনে দাড়াইছি। দাক্তার কই? Tongue
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৫
112904
আওণ রাহ'বার লিখেছেন : Smug Smug Smug Smug Smug Surprised Surprised Surprised Surprised
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
113015
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
113086
শফিক সোহাগ লিখেছেন : ও ডাক্তার..! ও ডাক্তার..! তুমি কোথায়..!!!ধ্রুব নীল ভাইয়ের পরের সিরিয়েলটা আমার Smug Winking) Tongue
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
120213
প্যারিস থেকে আমি লিখেছেন : ডাক্তারদের ভেতন ভাতা আমি প্যারিস থেকে দেখা শুনা করবো।
158041
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫০
জেদ্দাবাসী লিখেছেন : লেখতে তো জানিনা বানান ভুল হয়ে যাই, তবে মেধাবী ব্লগারদের তিক্ত, মিষ্ট,মজার, কষ্টের অভিজ্ঞতাগুলো পড়তে পারবো ইনশাল্লাহ।
যাক, ব্লগটা জমবে ভাল।
আমার মনে হয় টাকা পুরস্কার না দিয়ে অন্য বিকল্প কিছু চিন্তা করলে ভাল হয়। ধন্যবাদ


০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৫
112903
আওণ রাহ'বার লিখেছেন : লেখতে তো জানিনা বানান ভুল হয়ে যাই, তবে মেধাবী ব্লগারদের তিক্ত, মিষ্ট,মজার, কষ্টের অভিজ্ঞতাগুলো পড়তে পারবো ইনশাল্লাহ। আমিও০Praying Praying Praying Praying
158046
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওকে আমি হাঁফছেড়ে বেচেগেলুম! D'oh Nail Biting যে টপিক সিলেক্ট করছে মাশাআল্লাহ আমরা অটোমেটিক বাদ Not Listening
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
112740
চেয়ারম্যান লিখেছেন : কেন আপনি কি কারো বিয়েতে ও যাননি ? গেলে কি রকম অভিজ্ঞতা এই সব নিয়ে ও তো লিখতে পারেন
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৪
112902
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
113088
শফিক সোহাগ লিখেছেন : আসেন আমরা সবাই মিলে... ব্লগে অবরোধ দেই Big Hug Big Hug Loser Loser
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
127314
পল্লবগ্রহিতা লিখেছেন : হ্যা ব্লগে অবরোধ দেন। আমি বিকাল তেকে পিকেটিং করতে পারবো
158047
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
ধ্রুব নীল লিখেছেন : great....
keep it up.
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৪
112901
আওণ রাহ'বার লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
158049
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি আসছি,কিন্তু আগের পুরস্কারটি পাইনি।
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৫
112720
গেরিলা লিখেছেন : আমিও পাইনি, তয় মডু মামাদের উপর রাগ নাই। কারন বেচারা আছেন, চাপে। বার বার ব্লগ বন্ধWaiting Waiting
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
112749
লোকমান লিখেছেন : বিয়ের কথা শুনে এক লাফেই হাজির?
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
113057
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
158052
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৫
গেরিলা লিখেছেন : এবার ভাবছি, লিখবোই Waiting Waiting Big Hug Big Hug
১০
158057
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
তহুরা লিখেছেন :
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
112727
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়াও দারুণ ছবি Thumbs Up Thumbs Up
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২২
112735
রাকিব আল আজাদ লিখেছেন : দারুন ফুটো
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
112736
নাবীল লিখেছেন : বেছারির মনটা খারাপ মা বাবার মায়া চেড়ে শশুর বাড়ীর নয়া বন্ধন ।
আজ থেকে স্বামী হবে আপন।
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
112777
ধ্রুব নীল লিখেছেন : বউ পড়েনা ক্যান?
০১ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
112810
ভিশু লিখেছেন : আহা...এটা যেন বিপদের না, শুকরিয়ার সিজদাহ হয়...Praying Rolling Eyes
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
113002
হতভাগা লিখেছেন : আঁচলে সিজদা দিচ্ছে কেন Surprised ? এটা কি ঠিক ?

ব্লগার সঠিক ইসলামের দৃষ্টি আকর্ষন করছি ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
127316
পল্লবগ্রহিতা লিখেছেন : আরে জামাইডা কত্ত ভালো। নামাজ পড়ে।
১১
158061
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
পলাশ৭৫ লিখেছেন : ভালো আয়োজন। চলুক
১২
158074
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
এমএ হাসান লিখেছেন : jak biya niya protijugita.vablei kemon lagche :p :p :p
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
113058
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
১৩
158088
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২০
রাকিব আল আজাদ লিখেছেন : দারুন তো !
১৪
158096
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
চেয়ারম্যান লিখেছেন : মডু ভাই প্রত্যেক বছর বিয়ে নিয়ে এই রকম আয়োজন করুন। তবে প্রত্যেক বছর একটা একটা বিয়ে করতে পারলে , নতুন নতুন গল্প লেখা যেত Love Struck
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
112744
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying Crying Crying Crying Crying :D/ :D/ :D/ Applause Applause 3:-O 3:-O
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
112748
লোকমান লিখেছেন : যারা নতুন বিয়ে করেছে তারা এবারের প্রতিযোগিতায় ছক্কা মারবে।
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৮
112780
ধ্রুব নীল লিখেছেন : ভাবিরে এই কথা কোয়ে দেব নাকী? =Happy *-Happy
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৩
112900
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
112937
প্রেসিডেন্ট লিখেছেন : চেয়ারম্যান সাব প্রতিবছর আমি ঘটক হতে রাজি আছি । তয় আপ্নের বউয়ের ঝাটার বাড়ি পিঠে পড়বেনা - এই মর্মে বন্ড সাইন দিতে হবে। Love Struck Love Struck Love Struck

সফল হলে আমিও মাঠে নেমে যাব। তখন আপ্নারে ঘটক বানামু। আপ্নের ভাবিরে কইয়েননা। Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
112998
মু নূরনবী লিখেছেন : হ! ভাই!

আমি ও পেত্তেক বছর বিয়া খাইতাইম...:D/
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
113059
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
113125
চেয়ারম্যান লিখেছেন : তলে তলে সবাই দ্বিতীয় বিয়ের জন্য টেম্পু চালায়।Tongue Tongue আমি কৈলে দোষCrying
আর যারা এখনো স্বামর্থ থাকতে এক বিয়ে ও করেন নাই তাদের জন্য দুয়া করে দিলাম Love Struck
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:২১
113179
মু নূরনবী লিখেছেন : প্রিয় মদু মামা,

তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।

অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।

আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!

হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!

পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!

এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!

...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়! Tongue
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৮
113222
চেয়ারম্যান লিখেছেন : নুরুন্নবী ভাই :
অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!

অশ্লীল অশ্লীল Tongue Tongue Love Struck Love Struck
চ্যাম্পিয়ান না হলে ও রানার্সআপ হমু Tongue Tongue Tongue উইথ কনফিডেন্স Happy>- Happy>-
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৩
113563
আব্দুল গাফফার লিখেছেন : চেয়ারম্যান কোন দলে আছেন! Love Struck
১৫
158103
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১০
তেপান্তর লিখেছেন : আমার বিয়ের কথা বার্তা চলছে। এসব নিয়ে লিখবো ভাবছি। Thumbs Up Thumbs Up Thumbs Up
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
112781
ধ্রুব নীল লিখেছেন : জি জনাব । লিখুন। আমরা পড়ার জন্য মুখিয়ে আছী। Love Struck
১৬
158104
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১২
আওণ রাহ'বার লিখেছেন : বিয়ে বিয়ে বিয়ে এই নিয়া টুডেতে যা চলতেছে কয়দিন পরে ব্লগটারে বিয়ে দেয়ার জন্য সবাই উঠেপড়ে লাগে নাকি কে জানে?
ব্লগার, মডু সবাই কি চোখে মুখে বিয়া ছাড়া আর কিছু দেখেননা?????????????????
অলরেডি ব্লগটার নাম দিয়া দিলাম বিয়ে ব্লগ Tongue Tongue
এমনিতেই নাচনের বুড়ি তারমধ্যে ঢোলে বারি।
Good Luck Good Luck এই বছরের মধ্যে সমস্ত অবিবাহিত ব্লগারের বিয়ের খবর শুনতে চাই।
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
112782
ধ্রুব নীল লিখেছেন : মেয়ে খুজব নাকি ভাই?
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১১
113081
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @নীল-রাহ'বার তো রেডি করে রাখছে বুঝি, আপনাকে খুঁজতে হবে না ওর জন্য, পারলে আমর জন্য খুঁজেন Love Struck Love Struck
১৭
158114
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
এক্টিভিষ্ট লিখেছেন : বিঃদ্রঃ অনেকেই অভিযোগ করছে, এই প্রতিযোগিতা শুধু মাত্র বিবাহিতদের জন্য। মোটেও নয়। অবিবাহিতরা লিখুন, আপনার চার পাশে ঘটে যাওয়া কোন বিবাহের সুন্দর-অসুন্দর স্মৃতি গুলো। লিখুন, ভাই-বোন-বন্ধুর বিয়ের ঘটনা গুলো। লিখুন বড়-ছোটদের মধুর সময় গুলো। বিদেশে যারা থাকেন, তারা তুলনা করতে পারে আমাদের দেশের সাথে অন্যদের বিয়ের আনুষ্টানিকতা গুলো। হতে পারে বিয়ে নিয়ে লেখা কোন অনুবাদ ঘটনা/গল্প, কবিতা। অর্থাৎ বিয়ে নিয়ে যেকোন বিষয়েই লেখাকে স্বাগতম। Love Struck
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
112795
চেয়ারম্যান লিখেছেন : আপনার বিয়ের কাহিনি জানতে চাই Love Struck
০২ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৮
112852
আবু তাহের মিয়াজী লিখেছেন : আচ্ছালামু আলাইকুম, Love Struck Love Struck Love Struck Love Struck
১৮
158115
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
লোকমান লিখেছেন : সুন্দর আয়োজন,
তবে এবারের প্রতিযোগিতায় চেয়ারম্যান,ইসমাইল একেবি,জোছনার আলোর'র মত যারা নতুন বিয়ে করেছেন তারা ছক্কা মারবে এটা আমি ভালো করেই জানি।

আর ২০১৩ তে যারা একলা থাকার শেষ বছর উদযাপন করেছে তারাও উঠে পরে লাগবেন (আমি কিন্তু মু.নূরনবী, লোকমান বিন ইউসূফ, ভিশু এদের নাম উল্লেখ করতে চাই না)।

বসে থাকবেন না যারা দিল্লির লাড্ডু অলরেডি খেয়ে বসে আছেন তারাও।

আশা করা যায় এবার ব্লগটি ভালোই জমবে।

তবে পুরুস্কার কি দেয়া হবে তা উল্লেখ না করলেও পারতেন। অজানা বিষয়ের প্রতি সব সময় আকর্ষন একটু বেশিই থাকে।
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
112999
মু নূরনবী লিখেছেন : কইলে তো কইবা মোল্লা সাবের নাতির মুখ খ্রাফ!

ওয়েল ইউর মেশিন!

ওন মেশিন!phbbbbt
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
120449
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, লোকমান ভাই, ভূলে যাবেন না, পুরানো চালে ভাতে বাড়ে।
১৯
158119
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
মারুফ দেওয়ান লিখেছেন : can't wait to read the top story, A request to admin, please publish all the story one after another ..
thanks Thumbs Up
২০
158135
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বিয়ে নিয়ে ব্লগ ভাইলই জমবে আশা করি।
২১
158153
০১ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৯
আল্লারাখা লিখেছেন : ভালই.......
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
113000
মু নূরনবী লিখেছেন : বিয়ের পর কি কনে দেখা পর্বে চলে ভাই?

মানে দ্বিতীয় বিয়ে!
২২
158174
০১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
বিদ্রোহী লিখেছেন : সম্পাদক ভাই, আমাদের জন্য দোয়া করে একটা পোস্ট দয়া করে যদি স্টিকি করে রাখতেন!!!

(মানে শুভ কামটা যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি।)
০২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৩
112841
ভিশু লিখেছেন : হা হা হা...
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
112899
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১২
113082
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইয়াহু Tongue Love Struck Rolling on the Floor Rolling on the Floor
২৩
158206
০২ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : কি সম্পাদক ভাই, প্রথম বিয়ে নিয়ে লিখব ।
নাকি .............।
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
112898
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Angel Angel Angel Angel Angel Crying Crying
২৪
158237
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:২২
বৃত্তের বাইরে লিখেছেন : বিয়ে নিয়ে সম্পাদক সাহেব নিজেই যেই সুন্দর একটা পোস্ট লিখেছেন প্রথম পুরস্কার তো ওনার দখলে দেখতে পাচ্ছি Sad
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
112896
আওণ রাহ'বার লিখেছেন : Smug Smug Smug Smug Smug Smug Surprised Surprised Surprised Surprised Surprised Tongue Tongue Tongue
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
112897
আওণ রাহ'বার লিখেছেন : Smug Smug Smug Smug Smug Smug Surprised Surprised Surprised Surprised Surprised Tongue Tongue Tongue
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
113090
শফিক সোহাগ লিখেছেন : সম্পাদক সাহেব নিজেই ভাল পাড়েন দেখেই তো বিষয় নির্বাচন করেছেন। Winking) Winking)
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:১২
113492
পলাশ৭৫ লিখেছেন : বৃত্তের বাইরে লিখেছেন : বিয়ে নিয়ে সম্পাদক সাহেব নিজেই যেই সুন্দর একটা পোস্ট লিখেছেন প্রথম পুরস্কার তো ওনার দখলে দেখতে পাচ্ছি<:-P <:-P <:-P <:-P Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৫
158275
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : চেয়ারম্যান লিখেছেনঃ প্রত্যেক বছর একটা একটা বিয়ে করতে পারলে , নতুন নতুন গল্প লেখা যেত । Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Thumbs Up Thumbs Up Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৯
113223
চেয়ারম্যান লিখেছেন : আমার বউ কিন্তু অনুমতি দিছে। আপনেরে পিডা দিবো নাতো ভাবি আবার Tongue
২৬
158279
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০০
আহমদ মুসা লিখেছেন : বিয়ে নিয়ে আমি কিছুই লিখতে পারবো না। যারা লিখবেন তাদের লেখাগুলো পড়ার অপেক্ষায় থাকলাম।
২৭
158286
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৩
সিটিজি৪বিডি লিখেছেন :
ইস আমাদের নুর নবী ও লোকমান বিয়ে করলে কত কিছু শেয়ার করত................আমি আমার বিয়ের গল্প শেয়ার করব ইনশাআল্লাহ। সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। আর দেরী নয় সবাই ঝাপিয়ে পড়ুন
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
113001
মু নূরনবী লিখেছেন : ক্যান?...

বিয়ে না করলে কি বিয়ের অভিজ্ঞতা হয় না?...

ভাইরে লুকমান তো শ্যাষ!

ফিউজ হৈয়া যাইতাছে!
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
113061
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩১
113185
লোকমান লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
২৮
158306
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমারতো বিয়ের বয়স হইনি, বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে লিখতে পারবো?
২৯
158311
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
প্রজাপতি লিখেছেন : বিয়ে নিয়ে এতো চমৎকার আয়োজন । তবে এটা বিবাহিতদের জন্য আর ও অনেক নাইচ হবে। দাম্পত্য জীবনের অনেক বিষয় উঠে আসবে ।

বিবাহিতদের স্বাগত জানাচ্ছি । আপনাদের নিয়ে যে চমৎকার টপিক নিয়ে আসল। এখন কলম নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমরা পাঠক হিসেবে আছি আপনাদের সাথে ।

০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
113062
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
৩০
158317
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
মু নূরনবী লিখেছেন : প্রথমত, শীতকালে গরম মিন্স হট একটা টপিক নিয়া মডু কাগু হাজির...

ধৈন্যা পাইতেই পারে!

দ্বিতীয়ত, জাতীয় জীবনের হতাশার মাঝে ব্লগে ঢুকে হাসাহাসি করে কিছুটা হালকা হওয়ার সুযোগ করে দেওয়ায় মোবারকবাদ দেওয়া হোক...

তৃতীয়ত, অনেকের গোমর ফাঁস হওয়ার আশংকা রয়েছে...কে কে বিলাই মারতে পারলো, আর কে কে নিজেই বিলাই হৈয়া গেছিল....উঠে আসতে পারে!

চতুর্থত, মডু মামা বেরসিক বলে ব্লগাররা গালাগালিকে খেস্তিখেউরি পর্যায়ে নিয়ে গিয়েছিল....তার অবসান হবে।

পঞ্চমত, ব্যবসায়িক! অর্থাত, ঝিমিয়ে পড়া ব্লগ জমে উঠবে বলে প্রত্যাশা করি।



...এইবার আমার কথা!

দোয়া কইরুইন রে ভাই/বোনগো....


এক্লা আর থাক্তে চাই না...এই ভুবনে! Hurry Up
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
113043
সিটিজি৪বিডি লিখেছেন : একলা ঘরে আর কত দিন? এবার বিয়ে ঘরকে সাজিয়ে নিন। সাথে লোকমান ভাইয়ের সালাম নিন।
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
113063
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:২২
113180
মু নূরনবী লিখেছেন : প্রিয় মদু মামা,

তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।

অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।

আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!

হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!

পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!

এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!

...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০২:০১
113224
চেয়ারম্যান লিখেছেন : নুরুন্নবী ভাই :
অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!

অশ্লীল অশ্লীল Worried Tongue Love Struck
চ্যাম্পিয়ান না হলে ও রানার্সআপ হমু Tongue Tongue Tongue Tongue Tongue উইথ কনফিডেন্সHappy>- Happy>-
৩১
158323
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : বিয়ে নিয়ে হারুন কিসিন্চারের একটা চিটাংগা গানের কথা মনে পড়তেছে...

বিয়ে মানে,
.........লেড়ের পেড়ের
পোয়া-ছা পালন!

ওগ্গা কাঁধুত,
..........ওগ্গা হাতুত,
ওগ্গা পেটুত লন!

বিয়ে অসুর পুন মারন.... :P


০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
113064
আবু আশফাক লিখেছেন : অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা ''বিয়ের গল্প'' একমত হলে ক্লিক করুন
৩২
158346
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫০
নোমান সাইফুল্লাহ লিখেছেন : অভিজ্ঞতা ছাড়া সত্য কখনো আপন হয় না। তাই এ বিষয়ে লেখার যোগ্যতা এখনো অর্জিত হয় নাই। বিষয়টা বেশ রসালো হলেও সবার লেখার জন্য উপযুক্ত নয়। এ বিষয় বিবাহিত মুডুরেদর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিব। কারণ তারা আমাদের মত অযোগ্য লোকদের লেখা থেকে বঞ্চিত করেছে। দুনিয়া যায় এক দিকে আর মডু আছে বিবাহ নিয়া। যাহোক তবুও মডুকে ধন্যবাদ অন্ততঃ একটা প্রতিযোগতির আয়োজন করার জন্য।
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
113151
ধ্রুব নীল লিখেছেন : যাহোক তবুও মডুকে ধন্যবাদ অন্ততঃ একটা প্রতিযোগতির আয়োজন করার জন্য।

পরেরবার বিবাহিত বনাম অবিবাহিত এর প্রতিযোগীতা চাই Love Struck
৩৩
158371
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
আবু আশফাক লিখেছেন : একটি মাত্র ক্ষেত্র, যেখানে অভিজ্ঞদের মূল্যহীন ভাবা হয়; সেটা হলো বিয়ে। বিয়ের ইন্টারভিউতে কখনও যে প্রশ্নটি করা হয় না, সেটা হলো- আপনার অভিজ্ঞতা আছে?

দারুণ বিষয় নির্বাচন করেছেন। তবে অবিবাহিত বন্ধুদের যতই কথার প্যাচে প্রতিযোগী ঠাওরান না কেন, আসলেই বেচারারা কষ্ট পাবে।
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫২
113150
ধ্রুব নীল লিখেছেন : ঠিক বলছেন
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩০
113568
আব্দুল গাফফার লিখেছেন : আমার অভিজ্ঞতার কথা যদি কেউ লেখে দিত ! আর দ্বারা কিচ্চু অয়ত্নো Waiting :Thinking :Thinking
৩৪
158379
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
সিকদারর লিখেছেন : এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে না পারলেও অবিবাহিতরা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে যা তাদের কুমার-কুমারী জীবনকে দিল্লিকা লাড্ডু( বিবাহিত জীবন। ) অম্ল-মধুর স্বাদ দান করবে।
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
113152
ধ্রুব নীল লিখেছেন : পরেরবার বিবাহিত বনাম অবিবাহিত এর প্রতিযোগীতা চাই Love Struck
৩৫
158400
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
সাজজাদ রিয়েল লিখেছেন : অসাধারণ টপিকস আজ রাতেই লিখবো
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
113153
ধ্রুব নীল লিখেছেন : দ্রুত লেখেন। পড়তে চাই
৩৬
158426
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
আবাবিল পাখি লিখেছেন : মডু ভাই, আগে আমাদের মত আবিয়াত্তাদের টেকা দেন; বিয়েটা করে নেই। তারপর ইনশাআল্লাহ আমরাও বউসহ প্রতিযোগিতায় নেমে পড়বো Good Luck Good Luck Good Luck
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
113155
ধ্রুব নীল লিখেছেন : পরেরবার বিবাহিত বনাম অবিবাহিত এর প্রতিযোগীতা চাই
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
120379
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা
৩৭
158431
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৯
শুকনোপাতা লিখেছেন : এই পোষ্টটা গতকাল দেয়া হয়েছে,আজকের দিনও অলরেডি শেষ,বাট এখনো কনটেস্ট_বিয়ের গল্প অপশনটা চালু করা হয়নি!! Waiting Frustrated এক কাজ করেন,একবার ২৫তারিখের পরেই পারলে অপশনটা চালু করেন,ঠিক আছে!!
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৩
113181
মু নূরনবী লিখেছেন : প্রিয় মদু মামা,

তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।

অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।

আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!

হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!

পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!

এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!

...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
113192
সম্পাদক লিখেছেন : ধন্যবাদ। কালকের মধ্যেই পেয়ে যাবেন এবং আপনার পোষ্টও সেই বিভাগে চলে যাবে। সরি ফর দ্যাটAngel
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩২
113289
শুকনোপাতা লিখেছেন : ধন্যবাদ,বাট লেখাটা ঐ বিভাগ থেকে আমি সরিয়ে নিয়েছি Happy আসলে,প্রতিযোগীতা মনোভাবের মাঝে লিখে শান্তি লাগে না,কেমন যেনো কৃত্রিমতা ফিল হয়!! সমস্যা নেই,উদ্যোগটা অবশ্যই সুন্দর,আশা করছি বাকীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে Happy
৩৮
158432
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:২১
হতভাগা লিখেছেন :
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
113156
ধ্রুব নীল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩৯
158472
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩১
লোকমান লিখেছেন : বিয়ের পরে নাকি বাঘ বিড়াল হয়ে যায়.. হাচা নি??
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০২:০২
113226
চেয়ারম্যান লিখেছেন : এই ভয়ে নাকি ?
আমরা তো এখন বিয়ের পরে বাঘ না , সিংহ ও হয়ে গেছি Happy
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৫
113550
মু নূরনবী লিখেছেন : তুমি তো মিয়া খাটের এক কোনায় গিয়া মিও মিও কর্বা!Tongue
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৬
113567
আব্দুল গাফফার লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
120378
সিটিজি৪বিডি লিখেছেন : আহারে এই দুজন যেখানে যায় শুধু ঝগড়া করে।
৪০
158478
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
জোনাকি লিখেছেন : লিখার ইচ্ছা অনেক কিচ্ছা; পারবো কিনা তা জানিনা
৪১
158519
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কার বিয়ের কাহিনী লিখব চিন্তায় পরে গেলাম ,একটা কাজ করতে পারি ২৫ তারিখের আগে নিজে একটা বিয়ে কইরা লাই। তয় বউ পামু কই ?
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
113300
আবু আশফাক লিখেছেন : লোকমান ভাইয়ের লগে যোগাযোগ করুন।
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
113560
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Applause Applause Applause Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
120377
সিটিজি৪বিডি লিখেছেন : নাউযুবিল্লাহ........বউ পাওয়া যাবে না..বিয়ের কনে পাওয়া যাইতে পারে।
৪২
158790
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৮
আব্দুল গাফফার লিখেছেন : আমার অভিজ্ঞতার কথা যদি কেউ লেখে দিত ! আর দ্বারা কিচ্চু অয়ত্নো Sad
৪৩
158918
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
লেলিন লিখেছেন : পিলাচ + + ভাল আয়োজন । চলুক....
৪৪
159076
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
স্বপন২ লিখেছেন : আমরা আপনাদের লেখার অপেক্ষায় থাকলাম।
জমবে ভাল।
৪৫
159182
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
FM97 লিখেছেন : একের অধিক লেখা দেয়া যাবে কি?
নাকি সেখান থেকেও কাট ছাট হবে? :-P
৪৬
159611
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আসুন Lax (লাক্স) সাবানের add করি,


৪৭
159644
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ইবনে আহমাদ লিখেছেন : বিষয়টা কেমন যেন সমতার অভাব। বিয়ে টা নিয়ে যা ভাবা যায় তাই বিপরীত হয়।
৪৮
159907
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৭
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
120376
সিটিজি৪বিডি লিখেছেন : আপনি নানার পেছনে লাগছেন ক্যান?
৪৯
159996
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৫০
160926
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১২
৫১
161017
১০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৭
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : পুরস্কার মারাত্মক কম হয়েছে!যার বিয়ের দেন- মোহর যত পুরস্কার তত হলে ভাল হত।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৬
120281
প্রেসিডেন্ট লিখেছেন : Applause Applause Applause Applause একমত। <:-P <:-P <:-P
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৬
120375
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা
২৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
120870
আবু আশফাক লিখেছেন : তাইলে আমার লস অইবো। মাত্রক ৫ হাজার ট্যাহা!!
৫২
161151
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : সম্পাদক সমীপে প্রশ্ন। প্রতিযোগিতায় কয়েক পর্বের গল্প কি দেয়া যাবে?
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
115503
চোথাবাজ লিখেছেন : যত ইচ্ছে<:-P <:-P <:-P Rolling on the Floor Rolling on the Floor
২২ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩০
119770
সম্পাদক লিখেছেন : পাঠকের ধৈর্যের দিকে খেয়াল রাখা ভালো
৫৩
161235
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫২
মাসুদ রানা লিখেছেন : নিজের বিয়ের ঘটনা কি সবাই কে জানাবো নাকি।
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৬
120374
সিটিজি৪বিডি লিখেছেন : জানাইয়া দিন। অবিবাহিতদের কাজে আসবে ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৫
128218
মাসুদ রানা লিখেছেন : না ভাই ওটা অন্তরেই রাখতে চাই।
৫৪
161836
১২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
মুখবন্ধ লিখেছেন : আমার ২ খান কথা আছে। লেখা কী একটাই দেওন যাইবো? নাকি একাধিকের সুযোগ আছে? আহেম।। কারণ। আমি বিয়া বি করছি, আবর ঘটকালির অভিজ্ঞতাও আছে। তাই ভাবতাছি, ২টার উপরই ঝাড়ি। কিন্তু নিয়ম কী?
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৭
120209
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার ইচ্ছে তবে কয়েকটি দেবেন আশা করি আমরা পড়তে পারব
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
120373
সিটিজি৪বিডি লিখেছেন : যত খুশি শেয়ার করেন।
৫৫
166103
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩০
ইক্লিপ্স লিখেছেন : শুভকামনা রইল।
৫৬
166221
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
মোঃজুলফিকার আলী লিখেছেন : প্রতিযোগিতার সময় বাড়িয়ে ভাল করেছেন সম্পাদক। হয়তো আরও লেখকের লেকা আমরা পাবো। নিশ্চয়ই ভাল লেখা প্রকাশিত হবে এ আশা করছি। ধন্যবাদ।
৫৭
166240
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
লোকমান লিখেছেন : একটি গল্প লিখতে চেয়েও লিখতে পারিনি। আশা করি এবার লেখা হবে।
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
120372
সিটিজি৪বিডি লিখেছেন : কার গল্প লিখবেন?
৫৮
166317
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুযুগ পাইছি এবার একটি লিখার ছেস্টা করব। At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
৫৯
166524
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মনে হল এই প্রথম কষ্টসাধ্য বিষয়ের মুখোমুখি হলাম।
৬০
166602
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০২
কথার_খই লিখেছেন : pc natakai b...ar golpota likty parlamna ! Toby lyka golo pdty parbo. Sobaiky donnobad
৬১
167086
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৮
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
৬২
167198
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ভারতীয় পণ্য বর্জন করুন। সামান্য চকলেট কেনার আগেও দেখে নিন সেটি ভারতের কিনা। ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমেই আমাদের ভারত বিরোধী সংগ্রাম শুরু করতে হবে।

সাবধান কেউ রবি অথবা এয়ারটেল ব্যবহার করবেন না।

রবি এবং এয়ারটেলকে না বলুন। রবি এবং এয়ারটেল যারা ব্যবহার করে তাদেরকে বলে দিন আপনি তাদের সাথে কথা বলবেন না। এই বিষয়ে নো কম্প্রোমাইজ।

ওরা আমাদের ক্রিকেটে হানা দিয়েছে। এবার আমরা ওদের অর্থনীতিতে হানা দিব।
বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভারতের আগ্রাসন আজ থেকে নয়, অনেক আগ থেকে।
মাইক্রোম্যাক্স মোবাইল আউট! ওয়াল্টন ইন! ভারতীয় পেঁয়াজ আউট! বাংলাদেশী পেঁয়াজ ইন!
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৬
128219
মাসুদ রানা লিখেছেন : Robi from India?
৬৩
173351
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
লোকমান লিখেছেন : এখনো লেখা হলো না আমার বিয়ের গল্প Worried Worried
৬৪
173434
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৬৫
173734
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
ফেরারী মন লিখেছেন : আগে বিয়ে করে নেই তারপর বাস্তব ঘটনা অবলম্বনে লেখা যাবে। এখন মিথ্যা ও বানোয়াট গল্প লেখে লাভ কি? Love Struck Love Struck Love Struck
৬৬
173872
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : আমি পারবোনা,,,,বিয়ে তো করিনি.…
৬৭
173959
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
ওসমান গণি মৃধা লিখেছেন : অপ্রাপ্ত বয়ষ্ক ব্লগারদেরকে উস্কে দিচ্ছে মডুরা,কোন অঘটন ঘটলে এর দায় ভার মডুদেরকেই নিতে হবে..... Winking Winking
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
127630
গেরিলা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File