ভাবনার বেখেয়ালী লুকোচুরি
লিখেছেন লিখেছেন নুরহোসেন ২৭ নভেম্বর, ২০১৯, ০২:২২:১৪ দুপুর
যখন তুমি প্রার্থনারত,
কিংবা অলস বিকেলে বেলকনিতে বসে ঠোট মিলাও কফির মগে;
সেই মুহুর্তে,
মাথার খুলির গারদ থেকে বেরিয়ে এসে
তোমাকে নিয়ে খেলে আমার কিছু উদ্ভট এলোমেলো চিন্তা।
সম্মোহিত আকাশ-কুসুম কল্পনা তোমাকে একাকার করে দেয় আমার অস্তিত্বে, হৃৎপিন্ডে, মস্তিষ্কে;
কখনো তোমার দৃষ্টি আকর্ষিত করতে,
পিঁপড়ার পায়ে পরিয়ে দেয় নূপুর;
অথবা ঝিলের শাপলা ফুটিয়ে দেয় শিমুলের ডালে!
অস্হির শব্দের অদ্ভুত এক ঘন্টি বাঁজিয়ে,
তোমার অযাচিত ভাবনা; আমাকে টেনে নিয়ে যায়
পাগলা গারদের দিকে।
অন্যের খোলসে আবৃত হয়ে
আমাকে শোনানো শান্তনা বাক্যে,
যখন 'ভুলে যাও' উচ্চারন করো;
তখন আমার মনে কি ভাবনা আসে জানো?
মনে হয়,
অসহিষ্ণু এক মুর্খ তার নিকৃষ্ট মুখ দিয়ে অশ্লীল গালি দিচ্ছে আমাকে।
'ভুলে যাও'
'ভুলে যাও' শ্লোগানে তোমাকে ভুলে যাওয়ার যে অসম্ভব দাবী জানাচ্ছ আমাকে,
আমার ভোলা না ভোলায়
তোমার কি যায় আসে?
লাইসেন্সধারী পিস্তল লক্ষ্যস্হির করো আমার মাথায়,
সুবিধার্থে কাঁধ থেকে আধ হাত নিচে,
যেখানে খুশি ট্রিগার টিপে দাও;
বুলেট আমায় ছুয়ে দিলেই তোমার দাবী আদায় হবে,
আমিও তোমায় 'ভুলে যাবো'
কথা দিলাম,
সত্যিই ভুলে যাবো।
বিষয়: সাহিত্য
৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন