নেতার নীতি আমাদের ভীতি!

লিখেছেন লিখেছেন নুরহোসেন ০৬ নভেম্বর, ২০১৯, ১১:১৬:৩৮ সকাল

নেতা হলে নীতি বদলে বদলে চরিত্র

পরের টাকায় গাড়ি হাঁকায় বাড়ি বানায় স্বর্গ,

মঞ্চে নেতার মধুর বুলি আহাঃ বেশ বেশ

বাস্তবে সে জাতির সম্পদ লুটে করছে শেষ।

সুযোগ সুবিধা নেতার দখলে আমরা খেটে মরি

ন্যায় অধিকার পাবার আশায় নেতার পায়ে ধরি,

নেতা করে ভুঁড়িভোজ আমরা মিটাই বিল

উচিত কথায় নেতা বেজার লাগায় ঘুষি-কিল।

কর্মীর থেকে নেতা বেশী স্বভাবে চোর

চুরির টাকায় পার্টি করে মিলে মাতাল গাঁজাখোর,

নেতা হওয়ার যোগ্যতা নাই হায়রে অহংকার

নীতিহীনদের নেতা মানতে বিবেক দেয় ধিক্কার।

চাইনা মোদের কথার নেতা ভাবের দেশপ্রেমিক

আমরা চাই এমন নেতা যে সামলাবে চারদিক,

চাইনা মোদের বেশী উন্নয়ন নেতার নীতি থাকলেই হয়

ধ্বংস হোক সব অত্যাচারী দুর্নীতিবাঁজ মানবতার হোক জয়।

বিষয়: বিবিধ

৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File