শর্ত সাপেক্ষা

লিখেছেন লিখেছেন নুরহোসেন ২২ অক্টোবর, ২০১৯, ০৯:০৬:৩৫ সকাল

চিঠি লিখেছি পাঠানো হয়নি যত্নে রেখেছি তুলে

পাঠানোর শখ বুকে চেপেছি প্রিয়তম গিয়েছে ভুলে।

ভালবাসা বেশী মনে গ্লানী চোখেতে অশ্রু ধারা

কাছাকাছি নেই পরিচিত কেউ আপন ছিলো যারা।

একজনের টান সবার থেকে করেছে আমায় একা

পাশে থাকার কথা ছিলো যার নেই তার কোন দেখা।

বদলে গেছে চিঠির ধরন পরের অপেক্ষা

এক কথাতেই হতে চাই খুন শর্ত সাপেক্ষা।

বিষয়: বিবিধ

৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File