আমি মৃত

লিখেছেন লিখেছেন নুরহোসেন ১৯ অক্টোবর, ২০১৯, ০৯:১৫:৫৭ রাত

আমি আর ভোর সকালে হাঁটিনা

ব্যস্ততার শেকল আমার পায়ে বাঁধা,

গলার আওয়াজ খাঁদে নেমে গেছে

লাল রক্ত হয়েছে সাদা।

আমি উঁই ঢিপিতে দাড়িয়ে আকাশ ছুতে চেয়েছিলাম

পারিনি!

আমি ধরেছি সাপের লেজ ফুল ধরিনি।

ইচ্ছা ছিলো আমার খুব ছোট একটা ইচ্ছা

বেঁচে থাকার অবিরাম সাধ,

ভালবাসার প্রবল অনুভুতি

আর প্রিয়জনের হাত ধরে কাটাতে চেয়েছি একটা রাত।

-তার একটাও পুরণ হয়নি।

এখন সময় যাচ্ছে দ্রুত কেটে

ঘুমহীন ভাবনায় রাত জেগে,

কবর আর মৃত্যুর কাছাকাছি না থেকেও আমি মৃত।

বিষয়: বিবিধ

৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File