স্বাধীন বাংলাদেশে শিবিরের অবদান

লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ১৮ ডিসেম্বর, ২০১৬, ১১:২২:০৩ রাত

নাস্তিক্যবাদ , সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ যখন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছাত্রসমাজের ঈমান আকীদায় যখন সন্দেহ সৃষ্টি করছিল,তাদের বিপদগামী করছিল ঠিক তখনই আশির দশকে ছাত্র সমাজকে মাঝে সত্য, সুন্দর,আলোকিত পথের দিকে নিয়ে আসতে আর্বিভাব হয় বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির। স্বাধীনতার পর যখন একটি শক্তি ইসলাম আর স্বাধীনতাকে পরস্পর বিরোধী অবস্হানে দাড় করায় ঠিক তখনই এদেশে সম্পূর্ণ নতুন ধারার ইসলামী আন্দোলনের সূচনা করে ইসলামী ছাত্রশিবির। ছাত্রসমাজ রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি থেকে বের জাতির গঠন মূলক কাজে অনুপ্রাণিত করে।শিবির তার ৫ দফা কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশকে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি এদেশের প্রতিটি ছাত্রের মাঝে যাতে ধর্মীয় চেতনা বোধ জাগ্রত হয় সে জন্য স্বাধীনতার পর থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এ জন্য প্রতিষ্ঠার পর থেকে বাতিল চেয়েছিল হত্যা,নির্যাতন,গুম,জেল,জুলুমের মাধ্যমে এ কাফেলার চলার পথকে স্তব্ধ করে দিতে।কিন্তু বাতিলের সকল রক্ত চক্ষু, ভয়, ভীতিকে উপেক্ষা করে ইসলামী ছাত্রশিবির এগিয়ে চলছে তার অভীষ্ট পথে,যে পথ গিয়ে মিশেছে জান্নাতের পথে।মূলত যারা সমাজে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন,যারা সমাজকে ইসলামের ছাচে ঠেলে সাজানোর স্বপ্ন দেখেন,তাদের সর্বপ্রথম যে ক্ষেত্রে বিপ্লব করে দেখাতে হয় তাহল বুদ্ধি বৃত্তিক বা জ্ঞানের ক্ষেত্রে।এটা ছাড়া ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিষয়টা সামনেই আসতে পারে না।আলহামদুলিল্লাহ্‌!! ১০০% না হলে ও ইসলামী ছাত্রশিবির এ ক্ষেত্রে কিছুটা হলে ও সফল।

ছাত্রশিবির তার বিভিন্ন স্তরের জনশক্তির জন্য শ্রেণী ভিত্তিক সিলেবাস, সাহিত্য ভান্ডার সৃষ্টির মাধ্যমে চিন্তার রাজ্য আলোড়ন সৃষ্টি করে চলছে। এ জন্য "শিবিরকে বলা হচ্ছে একটি স্বতন্ত বিশ্ববিদ্যালয়''।শিবির ই বাংলাদেশে এক মাত্র ছাত্র সংগঠন যারা তাদের জনশক্তিদের পরীক্ষার মাধ্যমে মেধার বিকাশে নজীরবিহীন ভূমিকা রেখে চলেছে।শিবির এমন একটি শিক্ষা ব্যবস্হা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যেখান থেকে এমন সব ডাক্তার, শিক্ষক,বিজ্ঞানী,উন্নয়ন কর্মী তৈরী হবে যারা কেবল নামে ই নয় বরং তারা আকীদা ও চিন্তা চেতনার দিক থেকে ও হবে পূর্ণ মুসলিম ও এবং মহান আল্লাহর প্রতি শতভাগ আত্মসমর্পণকারী। মিডিয়ার পক্ষপাতিত্বের কারণে শিবিরের আর্থ সামাজিক কাজগুলো জনগণের সামনে না আসলে ও শিবির তার দায়িত্ব পালন করে যাচ্ছে।শিবির তার ছাত্রকল্যাণ ফান্ড থেকে প্রতি বছর শত শত দরিদ্র মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য করে যাচ্ছে।শত শত ছাত্রদের পরীক্ষার ফরম পূরণের ব্যবস্হা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। Lending Library প্রতিষ্ঠা করে দরিদ্র মেধাবী ছাত্রদের করে দিচ্ছে বইয়ের ব্যবস্হা। মাদকের বিরুদ্বে সোচ্চার ভূমিকা পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।আকর্ষণীয় স্টিকার,পোস্টার,প্রকাশনার মাধ্যমে শিবির ছাত্র সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিবিরের বৃক্ষরোপন কর্মসূচী দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। প্রতি বছর শীতকালে শীত সামগ্রী বিতরণ করে শীত পীড়িত মানুষগুলোর পাশে দাড়াচ্ছে শিবির।স্বাধীনতার সঠিক চেতনাকে লালন করার জন্য শিবিরের কার্যক্রম সকল মহলে প্রশংসিত হচ্ছে ।এছাড়া অন্যায়ের বিপক্ষে শিবির সব সময় আপোষহীন ভূমিকা পালন করে যাচ্ছে। ২০১২ থেকে আজ পর্যন্ত সরকারের সকল জলুমের বিপক্ষে বলিষ্ঠ প্রতিবাদ করে যাচ্ছে। এ জন্য শিবিরের হাজার হাজার নেতা,কর্মীদের জেলে পাঠানো হয়েছে,হত্যা করা হয়েছে,গুম করা হয়েছে। এরপর ও শিবিরকে স্তব্দ করা যায় নি।নিথর করা যায় নি।সকল বাধাকে মাড়িয়ে শিবির তার মন্জিলে মকসুদের দিকে এগিয়ে যাচ্ছে।"বেরিয়েছে যে কাফেলা! ফিরবে না সে কোন দিন,হয়তো বিজয় হবে! নয়তো তার ফিরবে কফিন!!

মহান বিজয় উপলক্ষে বিজয় র‍্যালী বের করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক নুরুল আমিন।

নারায়ণগঞ্জ মহানগরীর শাখা ভিত্তিক সদস্য মেধা যাচাই প্রতিযোগিতা ২০১৬ এর বিজয়ীদের পুরষ্কার বিতরণ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে অন্যায় ভাবে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্দোগে আয়োজিত বিক্ষোভ মিছিল।

JSC ও JDC পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন থানায় দোয়া অনুষ্ঠান ও পরীক্ষা উপকরণ বিতরণের খন্ড চিত্র।সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়াও শুভ কামনা।

নারায়ণগঞ্জ মহানগরী শাখায় সাথী ভাইদের মেধা যাচাই পরীক্ষা ২০১৬ এর খন্ড চিত্র....

ঢাকা মহানগরী পশ্চিম শাখা আয়োজিত বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান

বিষয়: রাজনীতি

১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File