স্বাধীনতার 44 বছর পার করলাম কি পেলাম কি হারালাম।?
লিখেছেন লিখেছেন খোলা কলম ২৮ জুন, ২০১৬, ০২:৪১:২৯ দুপুর
স্বাধীনতার 44 বছর পার করলাম কি পেলাম কি হারালাম।?
দেশের স্বাধীনতা দিয়েছে কি বাক শক্তি কেড়ে নেয়া হয়েছে।আমি হারিয়েছি আমার দেশের সূর্য সন্তানদের আমি হারিয়েছি আমার দেশের আদর্শ নামক মন্ত্রী ॥যারা মন্ত্রী থাকা কালে তাদের মন্ত্রনালয়ে 1 পয়সার দূর্নীতি পাওয়া যায়নি।আমি এমন একটা সমাজ পেয়েছি যে সমাজে যুবক রাতে ঘুমাতে গেলে তার চিন্তা করতে হয় কে আবার র্যব পুলিশ পরিচয়ে নিয়ে যাবে গুম করে সেটাকি স্বাধিনতা?।বুঝতে পারিনি আজও। যাক তার পরও হতাশার মাঝে কিছু আশার আলো জ্বালিয়ে রেখেছে কিছু মানুষ যারা স্বাধিনতার মাসে (((১২ই ডিসেম্বর একটি মর্মান্তিক ইতিহাস))) শাহাদাত বরন করে এবং তাদের উত্তরসুরিরা।
বিষয়: রাজনীতি
১২৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন