মেয়েরা সাবধানী হবেন...

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ জুন, ২০১৬, ০২:১৯:৫৪ দুপুর

পোষাক কিনতে গিয়ে পোষাকের ফিটনেস ঠিক আছে কি না দেখতে গিয়ে ট্রায়াল রুমে ঢোকার আগে ১০ বার না ১০০ বার ভাববেন ! বলা যায় না কোন ট্রায়াল রুমে আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে ? বেশ কয়েকবার এমন ঘটনা আমরা শুনেছি, পত্রিকা মারফত জেনেছি! তা কিছু সচেতন মহিলা ছিলো বলেই জানা গেছে!

আবার বডি ম্যাসেজ কিংবা স্পা করাতে গিয়েও সাবধানী হোন, এখানেও বলা যায় না কোথায় আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে!

আমি বলি কি- জামার কিংবা ব্লাউজের ফিটনেস দেখতে উপরে ধরেই দেখুন, কি দরকার নিজের ইজ্জত খোয়াতে এসব ট্রায়াল রুমে যাওয়ার! নিজের বডি ফিটনেস জেনে রাখুন এরপর সেই অনুযায়ী কাপড় কিনুন, প্রয়োজন পড়লে উপরে ধরে দেখুন তবুও এইসব ট্রায়াল রুমে না যাওয়াই ভালো বলে আমি মনে করি!

আমি বাপু বরাবর ঢাকা থেকে কাপড় কিনি ! প্রায় সময়ই যেদিন শপিং করছি তার পরের দিন ই আমি চলে আসি, বেশ রিস্ক থাকে এরপর ও কোন কাপড় কিনে তার ফিটনেস দেখতে কোন ট্রায়াল রুমে যাই না, এমন কি কখনো কোন ট্রায়াল রুমে যাইনি, যাবো না !

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373383
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৩৩
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ সতর্ক করার জন্য
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
309966
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাই! মেয়েরা সতর্ক হলেই লেখা সার্থক !
373385
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৩৬
নাবিক লিখেছেন :
জামার কিংবা ব্লাউজের ফিটনেস দেখতে উপরে ধরেই দেখুন, কি দরকার নিজের ইজ্জত খোয়াতে এসব ট্রায়াল রুমে যাওয়ার!
এইটাই বুদ্ধিমানের কাজ হবে, ধন্যবাদ।
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
309967
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বুদ্ধিমান ঠিক না এটাই করা উচিৎ !!! ভালো থাকবেন!
373398
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এই নগরের কোনায় কোনায় চিপায় চাপায় তোমার জন্য ফাঁদ পাতা আছে ললনা। সচেতন হও, সাবধান হও। সন্দেহজনক কিছুকে স্ট্রেইট না বলতে শিখ।
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
309968
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু চারপাশে সব সময় যাদের বিপদ লেগে থাকে তাদের সাবধান হওয়া ছাড়া পথ নেই!!
373400
২৮ জুন ২০১৬ বিকাল ০৪:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনতে খারাপ শোনালেও না বলেও পারছিনা, বরের চেয়ে ভালো বডি ম্যাসেজ আর কে করতে পারে।
বডি ম্যাসেজের নামে সমকামিতাকে উত্সাহিত করা হচ্ছে।
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
309969
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হুম কি জানি!! তবে নিজেকে রক্ষা করতে সাবধান হওয়া চাই!!
373412
২৮ জুন ২০১৬ বিকাল ০৫:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক বলেছেন। এই সমস্যা ভারতে এমন হয়ে গেছে যে একটা নিউজে দেখলাম বোম্বেতে ভারতিয় কেন্দ্রিয় শিক্ষা মন্ত্রি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন।
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
309970
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু আমিও দেখেছি!! এবং আমাদের দেশের দুট ঘটনা একটা পার্সোনার আর একটা শপিং মলের ঘটনা মনে আছে তাই বললাম!! ভালো থাকবেন ভাই!
373426
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
হতভাগা লিখেছেন : বছর চারেক আগে পারসোনার বনানী ব্রান্চের ঘটনা মনে আছে ? কৈ কমেছে কি আপনাদের স্বজাতির পারসোনা গমন?
373432
২৮ জুন ২০১৬ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : আপনি এখনও আধুনিকা হতে পারেন নি। নব্য আধুনিকাদের ও সব বালাই নাও থাকতে পারে। এক আধুনিকাকে বলতে শুনলাম,'এত সুন্দর বডি না দেখিয়ে পারি'। বুঝুন ঠেলা। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File