মেয়েরা সাবধানী হবেন...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ জুন, ২০১৬, ০২:১৯:৫৪ দুপুর
পোষাক কিনতে গিয়ে পোষাকের ফিটনেস ঠিক আছে কি না দেখতে গিয়ে ট্রায়াল রুমে ঢোকার আগে ১০ বার না ১০০ বার ভাববেন ! বলা যায় না কোন ট্রায়াল রুমে আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে ? বেশ কয়েকবার এমন ঘটনা আমরা শুনেছি, পত্রিকা মারফত জেনেছি! তা কিছু সচেতন মহিলা ছিলো বলেই জানা গেছে!
আবার বডি ম্যাসেজ কিংবা স্পা করাতে গিয়েও সাবধানী হোন, এখানেও বলা যায় না কোথায় আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে!
আমি বলি কি- জামার কিংবা ব্লাউজের ফিটনেস দেখতে উপরে ধরেই দেখুন, কি দরকার নিজের ইজ্জত খোয়াতে এসব ট্রায়াল রুমে যাওয়ার! নিজের বডি ফিটনেস জেনে রাখুন এরপর সেই অনুযায়ী কাপড় কিনুন, প্রয়োজন পড়লে উপরে ধরে দেখুন তবুও এইসব ট্রায়াল রুমে না যাওয়াই ভালো বলে আমি মনে করি!
আমি বাপু বরাবর ঢাকা থেকে কাপড় কিনি ! প্রায় সময়ই যেদিন শপিং করছি তার পরের দিন ই আমি চলে আসি, বেশ রিস্ক থাকে এরপর ও কোন কাপড় কিনে তার ফিটনেস দেখতে কোন ট্রায়াল রুমে যাই না, এমন কি কখনো কোন ট্রায়াল রুমে যাইনি, যাবো না !
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বডি ম্যাসেজের নামে সমকামিতাকে উত্সাহিত করা হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন