ফিতরা সংক্রান্ত একটি প্রস্তাবনা
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৮ জুন, ২০১৬, ০৩:০৮:৩৯ দুপুর
যদিও সরকারি ভাবে সর্বনিন্ম ফিতরার পরিমান ৬৫ টাকা নির্ধারন করা হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এই টাকায় একজন এর একবেলা ভাল খাবার এর ব্যবস্থা পুরাপুরি সম্ভব নয়। আমি ফিতরার পরিমান ১০০ টাকা ধরে একটি পরিকল্পনা পেশ করছি। এটা জায়েজ হবে কিনা এই বিষয়ে মতামত চাই।
২৫০ গ্রাম উন্নতমানের চাল- ২৫ টাকা।
২৫০ গ্রাম চিনি- ১৫ টাকা।
১০০ মিলি লিটার তেল- ১২ টাকা।
মশলা-১০ টাকা।
শুকনো ফল(খেজুর,বাদাম ইত্যাদি)-১৫ টাকার।
বোতল জাতিয় পানিয় কিংবা পানিয় বানানর উপকরন-১৫ টাকা
প্যাকিং খরচ-৮ টাকা।
এভাবে চাল এর বদলে অন্যকিছুর ও প্যাক বানান যায়। তবে এমনভাবে বানাতে হবে এই কাঁচামালগুলি রান্নার জন্য পানি ও আগুন ছাড়া আর অধিক কিছুর যেন প্রয়োজন না হয়।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদের আগ পর্যন্তই গরীব-মিসকিনরা বাসায় আসতে থাকে, কাউকেই ফিরিয়ে দিতে ইচ্ছে করেনা। এটা যার যার মনের ব্যপার।
আপনার প্রস্তাবটা বেশ ভালো।
জাকাত মানুষের অধিকার আর দানকারির জন্য বোঝা। অথচ আমরা এখন এর মুল উদ্দেশ্যটাই ভুল বুজছি।
মন্তব্য করতে লগইন করুন