আরো একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ জুন, ২০১৬, ০৩:২২:৪৯ দুপুর
কক্সবাজারের মহেশখালীতে আরও একটি এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। চীনের সেপকো ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে যৌথ কোম্পানি গঠন করে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতাবৃদ্ধিতে এরকম ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ সংযোজন, সন্দেহ নেই।তবে বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ খাতের স্থায়ী ভিত তৈরিতে ও বিদ্যুৎ সমস্যার টেকসই সমাধানে বড় প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই। দেশে বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে, সেই সঙ্গে বেড়েছে উৎপাদন। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কমেছে লোডশেডিং। সার্বিক দিক বিবেচনায় বিদ্যুৎখাতে সরকার সাফল্য দেখিয়েছে। ২০০৯ সালের আগে দেশের ২৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে দেশ। ৭৬ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ সেবার আওতায় এসেছে। যেসব এলাকায় গ্রিডলাইন নেই, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। দেশের উন্নয়নের একটি অন্যতম পূর্বশর্ত হলো বিদ্যুৎ চাহিদা পূরণ। সরকার বিদ্যুতের চাহিদা পূরণে মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে। এভাবেই দেশ এগিয়ে এগিয়ে যাবে এ প্রত্যাশা সবার।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন