একটা জাতি ধ্বংসের চুড়ান্ত পর্যায় নিয়ে যেতে তিনটি কাজ করতে হয়.।

লিখেছেন লিখেছেন খোলা কলম ৩০ জুন, ২০১৬, ১০:২৩:১৯ রাত

একটা জাতি ধ্বংসের চুড়ান্ত পর্যায় নিয়ে যেতে তিনটি কাজ করতে হয়। ‪

#‎প্রথমত‬ তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। যেটা করতে পেরছিল ফেরাউন যার ফলে সে নিজকে খোদা দাবি করতে পেরেছিল এবং ডেকে এনেছিল তার জাতির ধ্বংস। ‪

#‎দ্বিতিয়ত‬ ওই জাতির সেনাবাহীনিকে নিস্ক্রিয় করে দেয়া। সেনাবাহীনি হচ্ছে জাতির সার্বভৌমত্বের রক্ষাকবচ। আর ‪#‎তৃতীয়ত‬ হচ্ছে ওই জাতির বা রাষ্ট্রের বুদ্ধিজিবিদের হত্যা করা বা তাদের কাছ থেকে কলম ছিনিয়ে নেয়া। এবার চিন্তা করুন উপরের তিনটি অবস্থার সাথে বর্তমান বাংলাদেশের মিল আছে কিনা? জাতীর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে করতে কোন পর্যায় নিয়ে এসেছে যে শিক্ষা খাতে ভ্যাট করতে পারে,শিক্ষা ব্যবস্থাকে দলিয় করন করা, এক সচিব তাদের দলিয় ছাত্র সংগঠনের এক সেমিনারে কিনা বলে রিটেন তোমাদের ভাইবার দায়িত্ব আমাদের, শিক্ষা প্রতিষ্ঠানে দলিয় সন্ত্রাস দিয়ে ছাত্রদের নাজেহাল করা। সেনাবাহিনী এখন শ্রমিকের কাজ করে। আর জাতীর বুদ্ধিজিবিদের জেলে নিয়ে রিমান্ডে নিয়ে তাদের আঙ্গুল গুলো ভেঙ্গে দিচ্ছে। আর এমন লোকদের বুদ্ধিজীবি আখ্যা দেওয়া হচ্ছে যারা রাতে লালপানি আর নারী ছাড়া ঘুমাতে পারেনা। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের হাতে লালপানি আর জারজ সন্তান ছাড়া কি দেবে?

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File