আইনের শাসন
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ১৯ জুন, ২০১৬, ০২:১১:২৯ দুপুর
অন্ধকার রাতে রাস্তা পারাপারে অন্ধের হাতে হারিকেন দেখে পাব্লিকের জিজ্ঞাসা,'কিরে ভাই,তুই অন্ধ মানুষ-হাতে হারিকেন নিয়া ঘুড়িস কেন?'
'এই হারিকেন আমার জন্য না,আমি তো জনম অন্ধ।আর যারা চোখ থাকিতে অন্ধ,তারা যেন আমার উপর এসে না পড়ে!হারিকেন তাদের জন্য।' এই ছিল অন্ধের উত্তর।
.............
আইন সম্পর্কে বলা হয় আইন অন্ধ।সেই অন্ধের উপর গিয়া যদি আপনি পড়েন,তাতো অন্ধের দোষ না!
পথচারী সেই অন্ধের হাতে ছিল হারিকেন।আর এই অন্ধের হাতে আছে বন্দুক!
সো আপনি কেন বন্দুকঅলা অন্ধের উপর পড়বেন?যেন না পড়েন,সে ব্যাপারে আপনাকে আরেকটু সাবধান হওয়া উচিত!
.............
:নোয়াখালির কিশোর মিলন।মোবাইল চুরির অপবাদে এরেষ্ট হয়।তারপর বাজারে এনে স্থানীয়দের হাতে তুলে দেয়া হয়।গণপিটুনিতে মারা যায় মিলন।
ধরে নিন,অন্ধের শাসনে বিচার হয়েছে!
বেটা মোবাইল চোর!
:কথিত বন্দুকযুদ্ধে রিমান্ডের আসামি ফাহিম নিহত।এবার জনগন আসামি ধরে আইনের হাতে দিয়েছিল।এখন সেই জনগনই আফসোস করছে,মানবতা দেখাচ্ছে।জংগির জন্য মানবতা!আইনের শাসনেই আস্থা রাখুন!
বেচার আইন,আসলেই অন্ধ!নইলে হাতকড়া টা দেখবিনা!
:কোর্ট ৫৪ ধারায় বিনা ওয়ারেন্টে গ্রেফতারে নিষেধাজ্ঞা দেওয়ার ১৫ দিনের মাথায় সারাদেশে ৭ দিনে প্রায় ১৫০০০ গ্রেফতার!তারমধ্যে ১৯৪ জন সন্দেহভাজন।বাকিরা কি ভাজন?তা আমরা জানিনা।জানতে চাইও না।আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এরকম হতেই পারে!
অন্ধ বলে কথা!
:হাইকোর্টের রায়ে দেশে ফতোয়া নিষিদ্ধ। মাওলানা ফরিদুদ্দিন মাসউদ সংবাদ সম্মেলন করে ফতোয়া জারি করেন!
আরে ভাই,আমি আগেই বলেছি-আইন অন্ধ!
:স্বাধীনতার পর ৮২ জনের ফাসির দন্ড মওকুফ করা হয়েছে।তারমধ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় গত আট বছরে রাষ্ট্রপতি ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন,মাত্র ৭৮ জনকে ক্ষমা করে!
:মানবতাবিরোধি প্রতিটি মামলার রায়ের পর জাতিকে রানাদাস গুপ্ত জানিয়েছেন-একাত্তরে এরা পাকিস্তানের হস্তক্ষেপ কামনা করেছিল।নিজদেশে নিজ সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়ে এরা তখন রাষ্ট্রদ্রোহিতা করেছে! সেই রানাদাস গুপ্ত এবার ভারতের হস্তক্ষেপ চেয়েছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে প্রেসার দিতে!
...............
আইনের শাসন অনেক পড়লেন,এবার একটা গল্প শুনেন-
মোল্লার ছোট গোয়ালঘরে একটা গরুই জায়গা হয়।নতুন গাধা কিনেছেন।দুটো একসাথে গোয়ালঘরে জায়গা হয়না।একটাকে রাখলে আরেকটা রাখতে পারেন না।মোল্লা দোয়া করলেন,'প্রভু আমার গরুটাকে মেরে ফেল,যেন গাধাটার জায়গা হয়।'
সকালে ঘুম থেকে উঠে দেখেন গাধাটা মারা গেছে!
মোল্লা তখন-' প্রভু,কোন অভিযোগ করবনা।তুমি এতদিন ধরে দোজাহানের মালিক,কোনটা গাধা আর কোনটা গরু সেটা চিনলানা!'
.........
আমাদেরও কোন অভিযোগ নেই।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এরকম দুএকটা গাধামরা ঘটনা ঘটতেই পারে! আমরা কেউ কিছু মনে করিনি!তবুও আইনের শাসন প্রতিষ্ঠা হোক!
বিষয়: রাজনীতি
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন