পিপড়া ম্যাডাম.......
লিখেছেন লিখেছেন তামান্না তানহা ১৯ জুন, ২০১৬, ০১:৪৯:৫০ দুপুর
আমরা তখন খুব ছোট ছিলাম। আমাদের পড়ানোর জন্যে আব্বু একজন ম্যাম ঠিক করলেন। ম্যামের পড়ানোটা আমরা খুব উপভোগ করতাম। কিন্তু তারচেয়েও বেশি উপভোগ করতাম; ম্যামের সাথে পিপড়ার কানে কানে ভাব (গলায় গলায় ভাব) টা। এটাকে ঠিক কি বলা যেতে পারে বুঝতেছি না ; ম্যামের সাথে পিপড়ার শত্রুতা নাকি দোস্তি ! প্রায় পড়ানোর সময় পিপড়া বিপত্তি বাজাত। পিপড়া দেখতে ছোট খাটো প্রাণী হলেও, তার যে এত শক্তি আগে কখনো বুজতে পারিনি। পিপড়া আমাদের আক্রমণ করলে আমরা নিমিষেই তাকে খুন করে ফেলি। কিন্তু মাঝে মাঝে এমন জায়গায় আক্রমণ করে যে, আমাদের অসহায় আত্নসমপন করতে হয়! পিপড়ার নামে আমাদের মহাগ্রন্থ আল কুরানে আন- নমল নামে একটি সুরাও রয়েছে। সেখানে সোলাইমান (আলাএর সাথে পিপড়ার একটি সুন্দর কাহিনির বর্ণনাও রয়েছে। লক্ষ লক্ষ প্রাণী থাকলে ও পিপড়ার মত ছোট্ট একটা প্রাণীর নামে কুরানে সুরা থাকাটা, তার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। যাই হোক, ম্যামের কথায় ফিরে আসি। ম্যাম আমাদের পড়ানোর সময় প্রায় হঠাত করে কানে হাত দিয়ে, মুখটারে কেমন বিবর্ণ করে ফেলতেন। প্রথমবার আমরা খুব ভয় পেয়েছিলাম। চিলে কান নেওয়ার কাহিনী অনেক শুনেছিলাম, ম্যামের কান কি চিলে নিয়ে গেল নাকি! কিন্তু চিল তো দেখতে পেলাম না। ম্যামের কাঁদো কাঁদো ভাব। আমরা ভয় পেয়ে আম্মু কে ডাকলাম। আম্মু এসে ম্যামের এই অবস্থা দেখে, মনে করল আমরা কোন অঘটন ঘটিয়েছি। ততক্ষণে ম্যাম আম্মুকে বলল যে, তার কানে পিপড়া ঢুকেছে। শুনেই আমরা হাসতে শুরু করলাম। আম্মুর ধমকে আমাদের হাশি থামল। অনেক চেষ্টা করেও পিপড়াটারে বাহির করা যাচ্ছিল না। আর এই ফাজিল পিপড়া কিছুক্ষণ পর পর কামড় দেয়, তাতে ম্যামের চোখে মুখে যন্ত্রণার অনুভূতি স্পষ্ট হয়ে উঠে। কানে শলা দিয়ে, পানি দিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করা হল, কিন্তু পিপড়া আর বাহির হয়না। একজন বলল, কানের বাহিরে চিনি রাখতে, এতে পিপড়াটা চিনির ঘ্রাণ পেয়ে বাহির হয়ে আসবে। আরেকজন পরামর্শ দিল, যে কানে পিপড়া ঢুকেছে তার বিপরীত কানে হাত দিয়ে নিশ্বাস বন্দ করে রাখতে। কিছুক্ষণ নিশ্বাস বন্দ রাখার পর পিপড়াটা সত্যি সত্যি বাহির হয়ে আসল। পিপড়াটার দিকে ম্যাম ক্রুদ্ধ দৃষ্টিতে অনেক্ষন তাকিয়ে থেকে, তাকে নির্মমভাবে খুন করলেন। তারপর থেকে আমরা উনাকে পিপড়া ম্যাম বলে ডাকতাম (অবশ্যই উনার পিছনে)। তারপর মাঝে মাঝেই পিপড়া উনার কানে ঢুকে যেত। আমরা বলতাম ম্যাম আপনার কানে মনে হয়, চিনির খনি আছে, তাই পিপড়া....................
উনি চোখ বড় বড় করে তাকাতেন, কিন্তু কিছু বলতেন না......
এখনো কারো কানে পিপড়া ঢুকার কথা শুনলে ম্যামের চেহারাটা চোখের সামনে ভেসে উঠে। আজ ম্যামের জন্মদিন। শুভ জন্মদিন ম্যাম.....................
আপনাকে অনেক অনেক মিস করি................
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন