মুক্তি

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ১৬ জুন, ২০১৭, ০৮:৩৮:৫১ রাত

বিড়ালটা ঘরে আটকা পড়েছে।

আব্বু-আম্মু দুজনেই সরকারী চাকুরে।বাসা ছেড়ে সারাবছর তাদের কোথাও যাওয়া হয়না।কেবল পারিবারিক কোন অনুষ্ঠান বা মিলনমেলা এলে এর ব্যতিক্রম ঘটে।

আজ তিনদিন হল আব্বু আম্মু দুজন চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন খালার বাসায়।আমার কাজিনের বিয়ে। সপ্তাহ খানেকের ছুটি।আমি স্কুল হোস্টেল থেকে ছুটি নিয়ে আজই এসেছি আব্বু আম্মুর কাছে।

বাড়ি ভর্তি বিয়ে বাড়ির মেহমান।ডালপালা আত্মীয় স্বজনের মিলনমেলা।ধানমন্ডিতে খালার এই বাসাটায় সবাই একত্রিত হওয়ায় আজ একটা উৎসব আমেজ।

এরমধ্যে আম্মু দু:সংবাদ টা নিয়ে হাজির!ঘরের ভিতর বিড়াল একটা আটকা পড়েছে! তারচেয়েও বড় দু:সংবাদ হল, বের হতে না পেরে তার চিৎকার চেঁচামেচি আর মিঁআও ডাকে আশপাশের বাসার মানুষের ঘুম হারাম!আশপাশের বাসার কয়েকজন ফোন দিয়েছে।তাদের দাবি আজই আব্বুকে চাঁদপুর আসতে হবে! বিড়াল উদ্ধারে!

আব্বুকে দেখলাম খুব চিন্তিতভংগিতে তাদের কয়েকজনকে ফোনে বুঝাচ্ছেন।ম্যানেজ করার চেষ্টা চলছে! মনে হচ্ছে কোনভাবেই কাজ হচ্ছেনা!প্রতিবার আসার সময় পাশের বাসার কাকীর কাছে একটা চাবি দিয়ে আসেন।এবার সেটাও সম্ভব হয়নি!কাকী বাসায় ছিলেন না!

আম্মু এদিকে সবাইকে ঘরের সব দরজা জানালা বন্ধ রেখে আসার যৌক্তিকতা বর্ণনা করছেন! কালবৈশাখির মৌসুম বলে কথা!বিয়ে বাড়িতে আপাতত সবাই বিড়ালকান্ডে চমকিত! স্বাভাবিক কর্মকান্ডে তাই কিছুটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে!

পরদিন ভোরে আব্বু আর আমি রওনা হয়ে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে।বিড়াল উদ্ধারে!

ফ্ল্যাটের দরজা খুলতেই বড় একটা বিড়াল চোখের সামনে দিয়ে দিল ভৌ দৌড়!যতদূর দেখা গেল শুধু দৌড়াচ্ছেই!মুক্তির আনন্দে!

বাসার ভিতরটা প্রচন্ড দূর্গন্ধ হয়ে আছে।ফ্যান ছেড়ে দরজা জানালা সব খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করলাম।কিছু জিনিসপত্র ধুয়ে দেয়া হল।রাতেই আবার ঢাকায় ফিরে আসলাম বিয়েতে যোগ দিতে!

..............

আরাফাত আমিন

মিরপুর//১২.০৫.১৭

বিষয়: সাহিত্য

৯৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383359
১৭ জুন ২০১৭ সকাল ১০:২৮
হতভাগা লিখেছেন : আমাদের পাশের বাসার প্রতিবেশীরা কুরবানী ঈদের সময় গোস্তগুলো ফ্রিজে রেখে দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিল । মনে হয় কোন কারণে ফ্রিজ বন্ধ হয়ে যাওয়ায় গোস্তগুলো পঁচে গিয়ে মারাত্মক দূর্গন্ধ ছড়াচ্ছিল । আব্বা পরে উনাদের দেশের বাড়িয়ে গিয়ে খবর দিয়ে নিয়ে এসেছিলেন। প্রায় ২৫/২৬ বছর আগের ঘটনা।

বছর ৩ আগে শশুড়বাড়ি সপ্তাহ খানেকের জন্য বেড়াতে এসেছিলাম । বাসায় ফিরে দেখি ফ্রিজ বন্ধ হয়ে গেছে । ম্যাক্সিমাম মাছ ও গোস্ত পঁচে গিয়েছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File