গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক দেউলিয়াত্ব
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৬ জানুয়ারি, ২০১৭, ০৯:১২:১২ রাত
গনতন্ত্র হত্যা দিবস পালন করবেন,ভাল কথা-করেন।সেজন্য তথাকথিত গনতন্ত্রের হত্যাকারীর কাছে অনুমতি চাচ্ছেন ফখরুল সাহেব।তিনি সরকারের কাছে গণতান্ত্রিক আচরণের আশা করেছেন!
হত্যাকারীর বিরুদ্ধে সমাবেশ করবেন হত্যাকারীর অনুমতি নিয়ে?
হত্যাকারীর কি ঠেকা পড়ছে আপনাদের অনুমতি দেওয়ার?আবার গণতান্ত্রিক আচরনের আশা করছেন! যে গনতন্ত্র খুন হয়ে গেছে বলে এই হত্যা দিবস পালন করতে চাচ্ছেন,তাহলে সেই আচরণ টা করবে কেমনে?
বেচারা গনতন্ত্র! সে তো খুন ই হয়ে গেছে! তার আবার আচরণ! ব্যাংগের আবার সর্দি!
ফখরুল সাহেবদের কতাবার্তা ইদানীং ভালই বিনোদন যোগায়।
আরেকটা মজার বিষয় হল-ওনারা ৫ জানুয়ারির বিয়েতে যান নাই,কিন্তু তিনবছর পর এসে বাচ্চার নাম কেমন হওয়া উচিত এই পরামর্শ দিতে সেধে বংগভবন যান!আপোষহীন বলে কথা!
যেই বিয়ের বৈধতাই আজ পর্যন্ত দিলেন না,সেই বিয়ের ফসল হিসেবে কেমন নির্বাচন কমিশন হওয়া উচিত-এই পরামর্শ দিতে গিয়ে নিজেদের রাজনৈতিক দেওলিয়াত্ব প্রকাশ করতে গেছেন?
আসলে কি করা উচিত ছিল,কি করেছেন,কি করছেন আর কি করতে যাচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর আগে খুজেন তারপর রাজনীতির মাঠে কথা বলেন!সবার মংগল।
এখন অবশ্য মানুষ আপনাদের সম্পর্কে বলে,'অই এক কার্যালয়ে বসে তীব্র ক্ষোভ,গভীর নিন্দা আর আন্তরিক সমবেদনা জানানোর দল'- কয়দিনপর সেটাও বলে কিনা সন্দেহ! :p
রাজনীতি এখন আর ২০০১/০২ এর সময়ে নাই।এখন ২০১৭ চলে।এটা মাথায় রেখে রাজনীতি করেন-দেশ ও জাতির কাজে দিবে।
পারলে আওয়ামীলীগের কাছ থেকে কিছু (!) শিখেন!
বিষয়: রাজনীতি
১৭৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন