হাসপাতালে একজন, গ্রামে থমথমে অবস্থা

লিখেছেন লিখেছেন Raya ০৬ জানুয়ারি, ২০১৭, ০৮:০৪:৫২ রাত

নড়াইলের লোহাগড়া থানা কাশিপুর ইউনিয়ন সারুলিয়া গ্রামে সামাজিক দলাদলিকে কেন্দ্র করে চলছে দুই পক্ষের মাখামাখি। গেল গত বছরে সামাজিক ভাবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মারামারি হয় তাতে একজন লোক মারা যায়। তাতে ও পুলিশ প্রশাসনের পক্ষ বা উচ্চ পদস্থ কোন ব্যাক্তি এই বিষয়টি নিয়ে কথা বলেন নাই। চলতি বছরে জামাল গ্রুপের একটি অংশ আজিবার গ্রুপের সঙ্গে যোগ দেয়। এই বিষয়টিকে কেন্দ্র করে এই ওয়ার্ডের মেম্বর কাজী মোঃ রওশন জামাল গ্রুপের পক্ষ নেয়। এতে করে জামাল গ্রুপ ও মেম্বর কাজী মোঃরওশন, মোঃনবীর হোসেনের দুই পা ভেঙ্গে দেয়। নবীর হোসেন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে আছেন। হইতো তিনি আর স্বাভাবিক ভাবে চলতে পারবেন না। গ্রামের তথ্যের সূত্রে জানা যায় যে, আজিবার গ্রুপের লোকজন আগে থেকেই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিল। আর জামাল গ্রুপ আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে জামাল গ্রুপের লোকজন কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর রওশন এর সাথে মিশে আজিবার গ্রুপের লোকজনদের নির্যাতন করছে।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File