এমপি লিটন হত্যাকাণ্ড ;ক্রমেই বেড়িয়ে আসছে থলের বিড়াল, ছাত্রলীগের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ জানুয়ারি, ২০১৭, ০৫:৪৯:৪৩ বিকাল
ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীর কবির নানককে রিমান্ডে নিলে আসল কথা বের হয়ে যেত কেন তারা জামায়াত শিবির বলে মুখে ফেনা তুলেছিল।
গাইবান্ধা-১ আসনের সরকারি দলের অবৈধ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে ছাত্রলীগ নেতা শহীদুল ইসরাম গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর গ্রেপ্তার করা হলো স্বেচ্ছাসেবক লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হবিব মাসুদকে ।
আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের থলের বিড়াল ক্রমেই বেড়িয়ে আসছে বলে মনে করছেন স্থানীয়রা।
এছাড়া লিটন হত্যাকাণ্ড: তদন্তে ফেঁসে যেতে পারেন ঘনিষ্ঠজনেরা
সুন্দরগঞ্জের ঠিকাদারির বিষয়টি নিয়ন্ত্রণ করত তার স্ত্রী স্মৃতি। কিছু লিগের বেজন্মারা স্মৃতির মাধ্যমে ঠিকাদারি কাজ ভাগিয়ে নিত।
তারা লিটন হত্যার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখতে চায় পুলিশ। ঘটনার পর থেকে তাদের এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতদিন আছেন হাসুবু বাংলাদেশের মানুষ তাকে ছাড়বে না
মন্তব্য করতে লগইন করুন