দেশের এক একটি সংকটে রাজাকার কার্ড খেলা! কবে ফুরোবে এই জামায়াতি কার্ড?
লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ১৮ মার্চ, ২০১৬, ০১:৪৬:৫০ রাত
মুজতবা খন্দকার:
ණ☛ জামায়াত নিপাত যাক।ওদের যাওয়াই উচিৎ।ওরা স্বাধীন বাংলাদেশের কলঙ্ক। একাত্তরে মুক্তিকামী জনগন যদি ব্যর্থ হতো.. তাহলে জামায়াত রাষ্ট্রিয় ক্ষমতা গূলজার করতো। কিন্তু সেটা যেহেতু হয়নি,তাই জামায়াতকে নির্বংশ হতেই হবে! সেটা অাজ হোক অার কাল। স্বাধীনতা মুক্তিযুদ্ধে প্রশ্নে কোন ছাড় নেই।
ණ☛ কিন্ত এই প্রশ্ন অন্য কেউ করলে,কিম্বা ক্ষমতাসিনদের কেউ করলে অামি প্রচন্ড বিরক্ত হই। কেননা স্বাধীনতার পররপরই পাকিন্তানের সবচেয়ে বড় যুদ্ধপরাধি জুলফিকার অালী ভুট্টোকে বাংলাদেশে অামন্ত্রন জানানো হয়েছিলো, শুধু কি তাই! তাকে দেয়া হয়েছিলো লালগালিচা সংবর্ধনা। অথচ কথিত ত্রিশ লাখ শহীদের স্মুতি অামাদের চোখে তখনও জ্বল জ্বল...
ණ☛ বঙ্গবন্ধুর সেই চুম্বন দৃশ্য! ওয়াও! যেন উদরের ভাই! এই হলো অামাদের যুদ্ধপরাধ অার স্বাধীনতা অার শহীদদের সম্পর্কে ব্যাসিক অবস্থান। সেই সময় এয়ারপোর্টে ভুট্টোর বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছিলেন তারা কেউই অাাওয়ামীলীগার ছিলোনা। সুতরাং দেশের এক একটি সংকটে রাজাকার কার্ড খেলা! অার পুকুরে ইলিশ মাছের নৃত্য দেখার নামান্তর! কবে ফুরোবে এই জামায়াতি কার্ড?
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট।
বিষয়: রাজনীতি
১৩১৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন