অভিমানী মেয়ে তোমার জানতে চাওয়া কথা
লিখেছেন লিখেছেন ক্ষূদ্র কবি ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৩:০৪ সন্ধ্যা
তুমি সেদিন তোমার বরের হাতে হাত রেখে প্রশ্ন করেছিলে..
নুর কিছু বলবে ?
সেদিন নিরব ছিলাম । বলা হয়নি কিছু । আজ বলছি লেখার মধ্য দিয়ে...
বলার মতো তেমন কিছু হয়তো অবশিষ্ট নেই । অন্যের ঘড়নি তুমি । উত্তাপ্ত বালুর মধ্যে হেটে চলা কতটা কস্ট সেটা পথিক যেমন জানে , তেমনি আমি তোমাকে লিখতে গিয়ে যে কতটা কষ্ট সহ্য করছি তা আমিই উপলব্ধি করছি ।জানি কোন এক সময় অচেনা ঘ্রানে ভালোবেসেছিলাম তোমায় । আজো ভালোবাসি । আর চিরকাল ভালোবেসে যাবো তোমায় । কিন্তু সে ভালোবাসার কথা কেউ জানবে না , হয়তো তুমিও জানবে না । তবে চেষ্টা করলে অনুভব করতে পারবে নিশ্চই...
বিষয়: সাহিত্য
২০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন