আস্তে আস্তে এখওয়ানদের নির্যাতনের প্রতি জবাব ! না সন্ত্রাসী আইএসআই ইসরাইল এর মোসাদের ছলচাতুরীর জাল !!!! মিশরে নাইটক্লাবে বোমা হামলায় নিহত ১৬।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:০০:০৩ রাত
এটা কি ইসরাইলি মোশাদের তান্ডব বলব না আভ্যান্তরিন হাসুর মতো নির্যাতনের স্বীকার মজলুমদের অসৈহ্যের ফল বলব!
মিশরের রাজধানী কায়রোর একটি নাইটক্লাবে মলোটব ককটেল হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে মিশরীয় নিরাপত্তা বাহিনী।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাকারী ওই নাইটক্লাবেরই একজন সাবেক কর্মী। তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিনজন মুখোশধারী ব্যক্তি বোমার ডিভাইস নাইটক্লাবের ভেতরে নিক্ষেপ করে মোটর বাইকে পালিয়ে যায়। তাদের চিহ্নত করা সম্ভব হয়নি।
নাইটক্লাবটি কায়রোর প্রাণকেন্দ্রে আগৌজায় অবস্থিত।
বেজমন্টে বা ভূগর্ভস্থ তলায় নাইটক্লাবটি অবস্থিত বলে বের হওয়ার কোনো পথ ছিল না। ফলে আগুনে পুড়ে এবং শ্বাসকষ্টে লোকজন মারা যায়।
মিশরে ২০১৩ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে বহু ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র ইসলামপন্থী সংগঠনগুলো। তবে সেসব হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী।
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি কি আইএসআই এর সদস্য !!!
দেশের একজন নাগরিক হয়ে দেশের ভাল মন্দর উতপত্তি স্থল না জানা বা জানার চেষ্টা না করা তো সচেতনতা নয় ,
আর এই গুলিকে মাথায় ওরা ঠুকাতে পারেনা যারা পীর পুজারী মাজার পুজারী বা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের লেজুড় লোক
ঠিক না বলার চেষ্টা করছি না
আইএসআই আলারা কিন্তু ময়দান গরম করার জন্য মুসলমানদের সমর্থন নেওয়ার জন্য ছেনছেটিভ জায়গায় আঘাত করে
ধন্যবাদ রিদওয়ান ভাই
মন্তব্য করতে লগইন করুন