ভালোবাসা

লিখেছেন লিখেছেন ক্ষূদ্র কবি ০২ জানুয়ারি, ২০১৬, ১১:৪০:২৫ রাত

ভালোবাসা , ভালোবাসা বলছে সবাই মুখে ,

সত্যিকারের ভালোবাসা পাইনি আজো খুজে.....!!

ভালোবাসা নয় তো মানিক , রতন , হিরে !

ভালোবাসা যায় না পাওয়া হাজার সিন্ধু সেচে ।।

সত্যিকারের ভালোবাসা খুছে পেতে হলে ,

স্বার্থটাকে ভুলে ছোট মন মিলনের হাটে ।।

বিষয়: সাহিত্য

১০৪২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356060
০৩ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:১০
নাবিক লিখেছেন : সত্যিই....

আজ পর্যন্ত এতো খুঁজা খুঁজির পরেও আমি একটা ভালো বাসা পেলাম না। :(

এই দুঃখ কোথায় রাখি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File