মেয়েদের কান্না..
লিখেছেন লিখেছেন ক্ষূদ্র কবি ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৫২:৩৯ দুপুর
লজ্জা যদি নারীদের ভূষন হয় , তো কান্না কি ?
কান্না আসলেই নারীদের এক রকম মরনাস্ত্র । অব্যর্থ এক অস্ত্র...!
এ অস্ত্র তাদের হাসি নামক অস্ত্রের চেয়ে ভয়াবহ্ ।। এটি প্রয়োগ করে নিমিষে যে কোন অসাধ্য সাধন করতে পারবে !
যেমন ধরুন , আপনি বিকাল বেলা ঘুড়তে গিয়ে লোকাল স্থানে নারী শত্রুর মুখোমুখি হলেন...
এখন ঐ নারী যদি আপনাকে শায়েস্তা করতে চায় তবে সে ইট দিয়ে আপনার মাথা না ভাংলেও , জনগনই তার হয়ে সে কাজটি করে দিবে...
শুধু আপনার পাশে দাড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে যদি বলে , এই যে ভাইয়েরা , দেখুন এই লোকটা আমাকে....
আর বলা লাগবে না , জনগন আপনাকে নিস্তব্ধ করে দিবে ।।
এ দ্বারা কি বুঝলেন , নারীর কান্না হতে সাবধান !
বিষয়: সাহিত্য
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন