ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং মানা অবশ্য কর্তব্য।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৬ আগস্ট, ২০১৯, ০৭:৪৯:১৭ সন্ধ্যা
আজকের সমাজে ইসলামের সঠিক জ্ঞান না থাকার পরিণাম;
----
ইসলাম এসেছে মূলত একটি সুসম কল্যাণ ময় শোষনহীন আদর্শ সমাজ গঠনের জন্য, যেখানেই ইসলামকে উপেক্ষা করা হয়েছে এবং হচ্ছে সেখানেই বিপর্যয়, এর আসল কারন হলো ইসলামের জ্ঞান অর্জন না করা এবং অর্জিত জ্ঞানকে মেনে না চলা।
সুষ্টু সমাজ গঠনের মূল উৎস হল পরিবার, পরিবার থেকে যদি একটি সন্তান সঠিক চরিত্রবান হয়ে গড়ে উঠে, তার আচরণ, ব্যবহার, অন্যের প্রতি তার কি হক, কি দায়িত্ব এবং করনীয়, যা ইসলাম দিয়েছে তাহলে সেই সন্তান পরিবারের বাহিরে এসে এর বিপরীত কাজ করতে পারবে না।
যে তার নিজ পরিবারের সব সদস্যদের সাথে ইসলামের দেওয়া আচরণ প্রয়োগ করতে পারেনা তার দ্বারা সমাজ এবং দেশের কি কল্যাণ হবে! তার কাছ থেকে আর কে কি আশা করতে পারে!
তাই এই সমাজ এবং দেশের সর্বপরি মৃত্যুর পরের জীবনে শান্তির জন্য ইসলামের জ্ঞান অর্জন এবং মেনে চলা জরুরী।
সবচাইতে দুঃখের বিষয় হল উচ্চ শিক্ষায় শিক্ষিতের হার বেড়েছে আবার অন্যদিকে অশান্তির দাবানলও বাড়ছে এর কারণ একটাই ইসলামের সঠিক জ্ঞান না থাকা। যার খেসারত বর্তমান সমাজ দিচ্ছে,
ইসলামের জ্ঞান অর্জন অবশ্যই কর্তব্য আসুন তা অর্জন করি এবং মেনে চলি।
আল্লাহ সকলকে তৌফিক দিন।
বিষয়: বিবিধ
৬৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর একটি পয়েন্ট ধরেছেন প্রিয় লেখক।
মন্তব্য করতে লগইন করুন