মুসলিমদের ঐক্য আজ খবুই জরুরী, কিন্তু হচ্ছে তার উল্টো;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৩ মে, ২০১৯, ১০:২১:৩৮ রাত
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার রুজুকে মজবুত ভাবে ধারণ কর বিচ্ছিন্ন হয়োনা;
কিন্তু আজ দুনিয়ার মুসলিমরা বিচ্ছিন্ন, সামান্য বিষয়ে মতবিরোধ নিয়ে এই অবস্থা।
রাসুল (সাঃ) বলেছেন যতক্ষন তোমাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক স্থাপন না হয় ততক্ষন তোমরা ঈমানদার হতে পারবেনা, আর পারস্পারিক সম্পর্ক স্থাপনের জন্য দেখা সাক্ষাতে বেশী বেশী সালাম বিনিময় করবে। এটারও আজ সমাজে খুবই অভাব, বিশেষ করে যারা দায়িত্ব নিয়ে সমাজে সালাম বিনিময়ের প্রচলন গড়ে তুলবে তারাই যেন সালাম দিতে দ্বিধা বোধ করেন। সালাম হল একে অন্যের প্রতি দোয়া। অপরিচিত একজনের সাথে যদি সালাম বিনিময় হয় তাহলে তার সাথে পরিচয়ের এবং সম্পর্কের একটা সুচনা হয় কিন্তু আজ তার অভাব। সালাম দেওয়াকে মান্যতা মনে করেন বোধ হয়। এটা যে কতবড় ভুল সেটা আমাদের বোধগম্য নয়।
সুতরাং আল্লাহর প্রদত্ত এবং রাসুল (সাঃ)এর প্রদর্শিত পথকে উপেক্ষা করে চলে কে কতটুকু সফতা লাভ করবেন ভাবা দরকার এবং সঠিক ভাবে কুরআন এবং হাদিসকে সত্যিকার ভাবে অনুস্বরণ করে চলার মাঝেই আজকের দূর্বস্থার অবসান হতে পারে বা সম্ভব।
আল্লাহ আমাদের মুসলিম জাতির সঠিক বুঝদান করুন।
বিষয়: বিবিধ
৭৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন