যারা দ্বীনের দায়ী তাদের দাওয়াত সবার কাছেই পৌঁছাতে হবে;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৪ মার্চ, ২০১৯, ১১:০১:১৬ সকাল

বিশেষ কোন ব্যক্তি বা শ্রেনীর কাছে নয়, যারা ঘোর বিরোধী তাদের কাছেও কৌশলে আরো বেশী করে দাওয়াত পৌঁছানো দরকার বিভিন্ন ভাবে, তার সাথে আচরণের , ব্যবহারের, সহমর্মিতার মাধ্যমে, কোন ব্যক্তিকে হেদায়াত করা বা না করার মালিক আল্লাহ।

দ্বীনের বিরোধীতা আছে বলেইতো দাওয়াতের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার দায়ীত্ব দায়ীদের।

একজন মানুষ যদি দ্বীনের কট্টর বিরোধী হয়, তাকে ফিরিয়ে আনার চেষ্টা তো আরো বেশী করতে হয়। আমরা কিন্তু তা করিনা, বিরোধী বলে প্রয়োজন মনে করিনা, এটা কি ঠিক হচ্ছে কিনা তাও ভাবিনা!

ইসলাম বিদ্বেষী একজনের বিপদ হলে তার সাহায্যে এগিয়ে গেলে তার মন পরিবর্তন হয়তোবা হয়েও যেতে পারে যদি আল্লাহ্ কপালে হেদায়াত রেখে থাকেন, কোন যালেম কে কখন আল্লাহ হেদায়াত দিয়ে দেবেন তা আমরা কেউ জানিনা, তাও বলতে পারিনা আল্লাহ তাকে হেদায়াত কখনই দেবেন না।

তাই কারো বিপদে হাসি তামাশা বা বদদোয়া করা উচিৎ নয় তার জন্য বিপদ থেকে উদ্বার এবং হেদায়াত প্রাপ্তের জন্য দোয়া করা দরকার।

আমরা তাকে দ্বীনের দাওয়াত না দিয়ে, তাকে শত্রু ভেবে অমঙ্গল কামনা করা ঠিক নয়।

আল্লাহ্ আমাদের সঠিক বুঝ দান করুন।

বিষয়: বিবিধ

৮৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386542
০৫ মার্চ ২০১৯ রাত ০১:০৫
আমি আল বদর বলছি লিখেছেন : আমাদের চেস্টা করে যেতে হবে শুধু বাকিটুকু আল্লাহ দেখবেন


ধন্যবাদ আপনাকে। ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম
386543
০৫ মার্চ ২০১৯ রাত ০৩:৫৬
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File