ঘটনা নাকি বিচ্ছিন্ন ভাবে ঘটে!

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০২ জানুয়ারি, ২০১৯, ০৩:৪৬:২৩ দুপুর

কোন ঘটনা ঘটার পর এটা বিচ্ছিন্ন ঘটনা বলে যে ভাবে উড়িয়ে দেওয়া হয় এটা খুবই দুঃখ জনক, ঘটনা তো বিচ্ছিন্ন ভাবেই ঘটে, সব ঘটনা একত্রিত করে ঘটায় না।

কি বলব বলার ভাষা নাই, নোয়াখালীতে যে ঘটনা ঘটল ধানের শীষে ভোট দেওয়ার কারনে সবাইকে মারধর করে মহিলাকে দল বেঁধে ধর্ষন করা হল।

এটা কি মানুষ করতে পারে? একটা ভোটের জন্য এমন বর্বরর পশুত্বের কাজ? এরা আবার ভোটে জয়ী হয়ে ভি চিহ্ন দেখায়! এটাই কি বিজয়ের প্রতিদান??

এমন ঘটনা দীর্ঘদিন যাবৎ অহরহ ঘটে চলেছে। এর প্রতিকার কি? কেউকি চিন্তা করছেন? সরকার আইনশৃঙ্খলা বাহিনী এসব বন্ধের কোন উদ্যোগ না নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যান।

এর পরেও যার ঘটনা সেই ভুক্তভুগি আর কারও গায়ে লাগে না। এই নিরাপত্তাহীনতা কতদিন চলবে? দেশ নেতৃত্বে ভরা হাজার হাজার মানুষ এম পি হওয়ার উপযুক্ত কিন্তু পাশে দাঁড়ানোর কেউ নাই।

জাতি হিসাবে আমরা কি নিয়া গর্বকরবো! ৭১ সালে পাকিস্তানীরা ধর্ষন করেছে বুঝলাম কিন্তু এখন তো পাকিস্তানী নাই, এখন স্বাধীন দেশ কিন্তু ধর্ষন চলছে তাহলে কি বলবো????

বিষয়: বিবিধ

৬১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386300
০৪ জানুয়ারি ২০১৯ সকাল ১১:১৯
হতভাগা লিখেছেন : গুজবে কান দেবেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File