মানবতা মানুষ্যত্ব আজ শূন্যের কোটায়;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৩১:৩৭ দুপুর
বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বিবেক, জ্ঞান, বুদ্ধি, মানবতা এবং মানুষত্ব শুন্যের কোটায়।
---------
সমাজের শিক্ষিত সব মানুষ গুলি যেন আত্বকেন্দ্রীক হয়ে গেছে। শুধু নিজেকে এবং নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, অন্যের কথা ভাবার সময় তাদের নেই। শুধুই বলাহয় লেখা পড়া শিখে অনেক বড় হবে দেশের সেবা করবে।
উচ্চ শিক্ষিতরা নিরব চুপচাপ বসে আছে আর সমাজ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে স্বশিক্ষিত, অর্ধশিক্ষিতরা এটাই বাস্তব,
আজব মনে হয় শিক্ষিত্রা রাজনীতিতে নাই এটা দুঃখ জনক।শিক্ষিতরা চলে তাদের কথায়।
যার যেমন যোগ্যতা সে তেমন কথাই বলে। আরেকটা মজার ব্যাপার হলো বিনোদন জগৎ এখন দেশের আইন তৈরীর (বোর্ডে) অর্থাৎ সংসদে, ড. কামাল হোসেন বা এই ধরনে সংবিধান বিশেষজ্ঞদের জ্ঞানীদের অবসরে পাঠানো হয়েছে এবং হত্যা করা হয়েছে।
যোগ্যতা হীনরা তাদের সমালোচনায় মুখরিত, এটা এই জাতির জন্য আরেক বড় অবমূল্যায়ন এবং লজ্জা জনক।
বিষয়: বিবিধ
৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন