আল্লাহর আইনের বিরোধী হয়ে কি মুসলিম হওয়া যায়??
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৩ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৮:৫৯ রাত
যারা নিজেকে মুসলমান দাবী করে তারা কি করে আবার আল্লাহর আইনের বিরোধীতা করে?
একই পাত্রে দুই জাতের দুটি জিনিস রাখা যায় না,
যে আল্লাহর হুকুম মেনে চলে সে ব্যক্তি আবার আল্লাহর নিষিদ্ধ কাজ করতে পারে না, সে ঈমানদার হতে পারে না। মুখে দাবি করতে পারে, লোক দেখানো মুসলমানের আচার অনুষ্টান মেনেই যদি মনে করে সে মুসলিম, তা সে বলতে পারে কিন্তু আল্লাহর কাছে তার পজিশন কি তা ভাবা দরকার।
আল্লাহ যে আইন দিয়েছেন তার বিপরীত আইন তৈরী করে মানুষকে যে পরিচালিত করে বা করতে চায় কুরআান তাদের কে কি বলে?
যারা আল্লাহর আইন মানেনা তারা মূলত আল্লাহকেই মানে না, আল্লাহর হুকুম না মানা আল্লাহকেই না মানা। যারা আল্লাহকে বা তাঁর হুকুম মানেনা, উপোরুন্ত নিজেরা মন গড়া এবং আল্লাহর নিষিদ্ধ আইন তৈরী করে মানুষকে সে আইনে পরিচালিত করে জোরপূর্বক এদের কে তাগুত বলা হয়েছে।
যারা সে আইন তৈরী করতে সাহয্য করে এবং পরিচালনা করতে সর্বাত্বক সহযোগীতা করে বা করছে তারা কি করে নিজেকে ঈমানদার পরিচয় দেয়?
এটা আজ যারা করছেন নিজেকেই নিজে প্রশ্ন করে দেখুন। নিজের বিবেক হয়তো সত্যি কথাই বলে দেবে যে এটা ঠিক নয় হতে পারেনা। যদি বিবেকের কথা বুঝার শক্তি থাকে।
আল্লাহ্ হেদায়াত দান করুন।
বিষয়: বিবিধ
৫৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন