মনোনয়ন না পেলেই পদত্যাগ বা দল বদল;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৪:১১ সন্ধ্যা
নির্বাচনে মনোনয়ন না পেলেই পদত্যাগ অথবা দলবদল এটা রাজনীতির সিলসিলা হয়ে দাঁড়িয়েছে,
প্রশ্ন তারা কি দেশের জন্য নাকি নিজের জন্য রাজনীতি করেন? যদি নিজের স্বাথেই হয় তাহলে এমন রাজনীতি বিদদের পদত্যাগ করে ঘরে বসে থাকাই কল্যান কর, কারন এমন রাজনীতি বিদের দরকার যারা দেশের কল্যান চায়। আর যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করে বিশৃঙ্খলা ছাড়া তাদের কাছ থেকে দেশ বা জাতি কিছুই আশা করতে পারেনা, তারাই বিভিন্ন গ্রুপের সৃষ্টি করে, আদিপত্য বিস্তারের চেষ্টা করে।
যেখানে নাম যস কামানোর সুযোগ পায় সেখানেই জড়োহয়।
যারা প্রকৃত দেশ দরদী তারা যে কোন পর্যায়ে থেকেও দেশের কল্যান করতে পারে, প্রয়োজন শুধু মনে প্রানে দেশোন্নয়নের সৎ ইচ্ছার।
বিষয়: বিবিধ
৫৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপিতে সবসময়ই সুবিধাবাদিদের আনাগোনা।
মন্তব্য করতে লগইন করুন