ডাঃ শফিকুর রহমানের বিবৃতি;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ৩১ অক্টোবর, ২০১৮, ০১:১৪:৪৩ দুপুর

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করুন -ডা. শফিকুর রহমান

এ প্রজ্ঞাপন জারি উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল

বুধবার ৩১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৮ সালের ৪ নবেম্বর নিবন্ধন লাভ করে। ২০০৯ সালে তরিকত ফেডারেশনের দায়ের করা এক রিট মামলার প্রেক্ষিতে শুনানীর জন্য মহামান্য হাইকোর্টের ৩ জন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠিত হয়। উক্ত বেঞ্চে শুনানী শেষে মাননীয় হাইকোর্ট বিভাগ ২০১৩ সালের ১ আগস্ট বিভক্তি রায় প্রদান করেন। প্রিজাইডিং জজ জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে ও অপর দু’জন বিচারপতি নিবন্ধনটি আইন সম্মত হয়নি মর্মে রায় প্রদান করেন। একই সাথে মামলাটির সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত বিধায় মাননীয় বিচারপতিগণ আপীলের জন্য সার্টিফিকেট প্রদান করেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল (আপীল নং ১৩৯/২০১৩) দায়ের করা হয়। জামায়াতের নিবন্ধন মামলাটি মাহামান্য আপীল বিভাগে বিচারাধিন রয়েছে, এমতাবস্থায় মামলার চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন কমিশনের এ প্রজ্ঞাপন জারি উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। আমরা নির্বাচন কমিশনের এ ভূমিকায় বিস্মিত। তিনি এই প্রজ্ঞাপন জারির নিন্দা ও প্রতিবাদ জানান এবং তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান।

বিষয়: বিবিধ

৬৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386084
৩১ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৪৩
কুয়েত থেকে লিখেছেন : সত্যের সেনানীরা নেবেনাকো বিশ্রাম জামায়াতের তথা ইসলামের সংগ্রাম চলবেই অবিরাম। লেখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
386086
৩১ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৫২
কুয়েত থেকে লিখেছেন : তরিকত ফেডারেশন ইসলাম নামের কলংক ওরা যা করতে চায় অবৈধ সরকার তাই করে যাচ্ছে ওদের মনোরন্জনের জন্য। দেয়ালে পিট টেকে গেলে বিড়ালেও লাপদেয় কিন্তু বীরজনতা একবার লাপদিলে ওদের স্থান বাংলার মাটিতে হবেনা ধন্যবাদ
386106
০৪ নভেম্বর ২০১৮ রাত ১০:৪০
হারেছ উদ্দিন লিখেছেন : রাত যত গভীর হয় সুর্যোদয়ের সময় তত নিকটে আসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File