রোজা ফরজের মূল উদ্দেশ্য;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৩ মে, ২০১৮, ১১:৪৯:৩৪ রাত

মুমিনদের উপর রোজা ফরয করার মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুরায়ে বাকারার ১৮৩ নং আয়াতে বলেছেন ;

,

তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে যেমন ফরয করা হয়েছিল তোমাদের পুর্ব্বর্তীদের উপর, সম্ভবত তোমরা তাক্বওয়া অর্জন করবে।

এতে বুঝা গেল মুমিনের তাকওয়া অর্জন করাই রোজার মূল উদ্দেশ্য, সুরায়ে বাকারার প্রথমে ২ নং আয়াতে বলা হয়েছে এটি আল্লাহর কিতাব,এরমধ্যে কো্ন সন্দেহ নাই।এটি হিদায়াত সেই মুত্তাকীদের জন্য যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে,এবং যে রিজিক আমি তাদের দিয়েছি তা থেকে খরচ করে ।

সুরা আল কাদরে ১ নং আয়াতে বলেছেন ,আমি এ কুরআন নাযিল করেছি কদরের রাতে।এখানে কুরআনের সাথে রোজার গভীর সম্পর্ক , রোজা মুমিনকে মুত্তাকী বানায়, আর মুত্তাকী যারা হয় তারা কুরআন থেকে হেদায়াত গ্রহন করে।মুত্তাকীর আরেক নাম ফরহেজগার,ফরহেজ মানে বেচে বেচে চলা।

তাক্বওয়া এমন একটি গুন যা মুমিনদের অন্তরে আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করে, তাই সর্বদা আল্লাহর আদেশ এবং নিশেধ মেনে চলার মানষিক অবস্থার সৃষ্টি হয়,

এর নামই তাক্বওয়া, মুমিন তখন কুরআন থেকে হেদায়াত গ্রহন করে চলে। কুরআনে যা করার জন্য বলেছে তা করে ,যা নিশেধ করা হয়েছে তা থেকে বিরত থাকে।

দীর্ঘ একটি মাস রোজা পালনের মাধ্যমে আমরা সবাই যেন তাক্বওয়া অর্জন করে কুরআন থেকে হেদায়াত গ্রহন করে জীবনের প্রতিটি কাজ আঞ্জাম দিতে পারি সকলকে আল্লাহ সে তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385408
২৪ মে ২০১৮ রাত ০৯:১৬
আমি আল বদর বলছি লিখেছেন : আল্লাহ কবুল করুণ আমিন!
385433
২৯ মে ২০১৮ সন্ধ্যা ০৬:০৩
হারেছ উদ্দিন লিখেছেন : আমিন,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File