আসল চেতনা থেকে সবাই বিচ্যুত;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১২ মে, ২০১৮, ১২:৫২:১৭ রাত
দীর্ঘদিন একই পরিবেশে বসবাস করে মানুষের সেটা অভ্যাসে পরিনত হয়ে যায়, তখন সেটা খারাপ হলেও আর খারাপ মনে হয় না, আমাদের অবস্থাও তাই হয়েছে জঘণ্য অপরাধ সামনে হতে দেখেও সেটা স্বাভাবিক মনে হয়। সেটাকে থামানোর এবং প্রতিবাদ করার কোন প্রয়োজন মনে হয়না, চেষ্টা করার অনুভূতিও জাগ্রত হয়না।
আল্লাহর চেয়ে মানুষকে ভয় করা হয় বেশী এটা কি বা কোন ধরনে পাপ শির্ক না কি? চেতনায় আনা দরকার।
আমাদের উপর দায়িত্ব সৎকাজের আদেশ করা এবং অসৎকাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা আল্লাহর হুকুম কিন্তু পালন করার চেষ্টাও করিনা অথচ আমরা ঈমানদার।
ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী বলে সহজ পন্থায় বেহেস্তে দাখিল হওয়ার রাস্তা বর্ণনা করা হয় কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার চেতনা আসেনা।
পরিবেশ এমন ভাবেই আমাদেরকে বদলে দিয়েছে, আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে জাগ্রত করে দিন, দায়িত্ববোধ জাগ্রত করুন।
বিষয়: বিবিধ
৬৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন