নিজের অহংকার এবং গৌরব করা ঠিক নয়;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৩ মে, ২০১৮, ১২:১১:২৬ দুপুর
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাউকে যোগ্যতা বেশি দিয়েছেন কাউকে কম,
কাউকে পরিচালক করেছেন কেউ পরিচালিত।
এই জ্ঞানের এবং যোগ্যতার তারতম্য আল্লাহ অবশ্যই কোন মহান উদ্দেশ্যে করেছেন ।কিন্তু যাকে জ্ঞান দেওয়া হল তারতো গৌরবের এবং অহংকারের কিছু নাই, সেতো আল্লাহর শুক্রিয়া আদায় করবে এবং তার এই যোগ্যতা কাজে লাগিয়ে মানুষের কল্যাণ করবে মানুষকে ভালবাসবে অন্যকে মর্যাদা দেবে ।
তাকে নিয়ে গর্ব করবে তার পরিবার, সমাজ , দেশ এবং জাতি।
কিন্তু হচ্ছে তার উলটো, সেনিজেই গর্বে এবং অহংকারে মত্ত,অন্যদেরকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল তা সে দিতে পারেনা।এটা তার জীবনের ব্যর্থতা এবং আল্লাহর দানের না'শুকরিয়া করা।
আল্লাহ সকলকে হেফাজত করুন।
বিষয়: বিবিধ
৬৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অহংকারই পতনের মূল
মন্তব্য করতে লগইন করুন