নিজের অহংকার এবং গৌরব করা ঠিক নয়;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৩ মে, ২০১৮, ১২:১১:২৬ দুপুর

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাউকে যোগ্যতা বেশি দিয়েছেন কাউকে কম,

কাউকে পরিচালক করেছেন কেউ পরিচালিত।

এই জ্ঞানের এবং যোগ্যতার তারতম্য আল্লাহ অবশ্যই কোন মহান উদ্দেশ্যে করেছেন ।কিন্তু যাকে জ্ঞান দেওয়া হল তারতো গৌরবের এবং অহংকারের কিছু নাই, সেতো আল্লাহর শুক্রিয়া আদায় করবে এবং তার এই যোগ্যতা কাজে লাগিয়ে মানুষের কল্যাণ করবে মানুষকে ভালবাসবে অন্যকে মর্যাদা দেবে ।

তাকে নিয়ে গর্ব করবে তার পরিবার, সমাজ , দেশ এবং জাতি।

কিন্তু হচ্ছে তার উলটো, সেনিজেই গর্বে এবং অহংকারে মত্ত,অন্যদেরকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল তা সে দিতে পারেনা।এটা তার জীবনের ব্যর্থতা এবং আল্লাহর দানের না'শুকরিয়া করা।

আল্লাহ সকলকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

৬৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385251
০৩ মে ২০১৮ রাত ০৯:২৪
আমি আল বদর বলছি লিখেছেন : আমিন - আসলে বর্তমানে যারা মুসলিম রয়েছে ওরা যতক্ষণ মসজিদের ভিতরে থাকে ততক্ষণ মুসলিম থাকে মসজিদ থেকে বের হয়ে গেলে ওরা আর মুসলিম থাকে না
385254
০৩ মে ২০১৮ রাত ১০:৫৯
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : মহান আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দিন। ভালো লাগলো লিখাটি পড়ে।
385257
০৪ মে ২০১৮ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন : আল্লাহ কোন দাম্ভিক , অহংকারীকে পছন্দ করেন না ।

অহংকারই পতনের মূল
385591
২৬ জুন ২০১৮ সকাল ০৯:৩৬
saifu islam লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File