মৃত্যুর সাথেই সাথেই জীবনের শেষ নয়;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৮:৪৭ দুপুর
মৃত্যু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নির্ধারিত নিয়ম;
,
মৃত্যুকে স্বাভাবিক নিয়ম ধরে নিয়ে মানুষ নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আমোদ প্রমোদে মত্তথেকে নিজের কামনা বাসনাকে পূর্ণ করার সকল প্রচেষ্টায় লিপ্তথেকে একদিন এই নিয়মের আওতায় জীবনের শেষ হয়ে যাবে এমনটাই কি?
হ্যা এমনটা ভেবেই হয়তো আমরা জীবন পথে চলি, তা' নাহলে মৃত্যুকে একেবারে স্বাভাবিক ভাবা যেত না।
(মৃত্যু কালিন যন্ত্রনা নিয়ে এখানে আলোচনা করবনা)
কিন্তু এই একেবারে স্বাভাবিক ভাবার কারনে মৃত্যুর পর এত অনাড়ম্বর ভাবে ফুলে ফুলে সাজিয়ে তার শেষ কার্য্য সম্পন্ন করা হয়।
সে যে ধর্ম বর্নেরই হোক না কেন এই দুনিয়ার খ্যাতি লাভে কারনে তা করা হয়।আবার কিছু মানুষের বিশ্বাস মৃত্যুর মধ্যদিয়েই সব শেষ হয়ে গেল, তার এই খ্যাতিই জীবনের সফলতা।
এটাই আসল সত্যি? না এটা আসল সত্যি নয়।
মানুষ ভুলে যায় বা বিশ্বাসের কমতির কারনে এমনটা ভাবে।
--------
মৃত্যুর আগে এবং পরে তার দুইটি জীবনের দুনিয়া ও আখেরাতের সফলতাই আসল এটা বেমালুম ভুলে যায়।
আখেরাতের সফলতাই জীবনের মূল উদ্দেশ্য, আর এর ক্ষেত্র হল দুনিয়া।
একটা মানুষ দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আখেরাতে সফলতা তার বিশ্বাস, কর্ম, কর্মপদ্ধতি এবং বাস্তবায়নের উপর নির্ভরশীল।
কোন প্রেসিডেন্ট, মন্ত্রী, জজ, ব্যরিষ্টার, ডিসি, ওসি এমন ক্ষমতার অধিকারী বা অন্য কোন কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করে সফলতা আসবেনা।
আল্লাহর প্রতি বিশ্বাস,তাঁর দেওয়া নির্ধারিত জীবন যাপনের বিধান, জীবনের প্রতিটি কাজে তা মেনে চলার মাধ্যমে আসতে পারে তার মৃত্যুর পরের জীনের সফলতা, নচেৎ শাস্তি তার অবশ্যই নির্ধারীত।
দুনিয়ার জীবনে যতই ফুলদানিতে সাজানো হউক না কেন।
কোন লাভ নাই দুনিয়ায় এই খ্যাতিতে ফুলেল শুভেচ্ছা নিয়ে এবং দিয়ে।
সুতরাং মৃত্যুর পরের জীবনের সফলতার চিন্তা করাই বুদ্ধি মানের কাজ।
আল্লাহ সকল মানুষকে পূর্ণ হেদায়াত দান করুন।
বিশেষ করে আমরা মুসলমান নামধারীদের কে।
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন