বাঙ্গালী জাতির বোধোদয় কবে হবে?
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৬:৩৪ রাত
মনের ভীতরে সত্যকে পোষন করে মুখফুটে স্বীকার না করে চোখের সামনে সমালোচকদের সমালোচনা শুনে নিরব থাকতে আমরা বাঙ্গালী জাতি অভ্যস্থ, এর চাইতে বড় আফসোস কি আছে?
৫২ এর ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযম ছিলেন সামনের সারির সৈনিক , তাঁর সাহসিকতা ভুমিকা নিয়ে অনেকেই লিখনীতে লিখেছেন।
আর এটা বর্তমান জেনারেশনও জানে, এর পরেও সত্যকে চাপা দেওয়ার অকৃতজ্ঞ প্রচেষ্টা চলে।
বেগম খালেদা জিয়ার এতিমদের টাকা মেরে দেয়ার অপরাধে ৫ বছর স্বশ্রম কারা দন্ড দেওয়া হল।
আবার সর্বত্র আলোচনা হচ্ছে টাকা নাকি এখনও একাউন্টে জমা আছে, এটা উদ্দেশ্য প্রনোদিত সাজানো।
কোনটা আসল সত্য তা কিন্তু সাধারন মানুষ জানে না, যাদের জানানোর দায়িত্ব ছিল তারাও নির্ভিগ্নে থাকার জন্য প্রয়োজন মনে করেন না।তবু ন্যায় প্রতিষ্টার পক্ষে সবাই আছেন নিজেকে বাঁচিয়ে।
ক্ষমতার লড়াইয়ে সত্যমিথ্যার এবং ন্যায় অন্যায়ের কোন স্থান নাই।
এমন আরো অনেক ঘটনাই ঘটেছে যা সবাই সত্য জেনেও নিরব রয়েছেন " চাচা আপন জান বাঁচা" এই ভেবে, নিজে বাঁচলে বাপের নাম।
আমরা সাধারন মানুষ মেরুদন্ড নাই বললেই চলে।
তবে আমাদের একটা গুন আছে হাজার অত্যাচার অবিচারে ধৈর্য ধরতে জানি, চাকার নিচে পিষ্ট হয়ে মরে যাই তবুও ধৈর্য হারাই না।( ধৈর্যের আসল অর্থ যদিও জানিনা)তবুও।
আর কবে বোধোদয় হবে আল্লাহ ভাল জানেন।
বিষয়: বিবিধ
৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন