কে হক কে বাতিল এনিয়ে এখনও এত ফতুয়াবাজি কেন?

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ৩০ জানুয়ারি, ২০১৮, ০৯:৫৬:০৮ রাত

বর্তমান সমাজ ব্যবস্থায় কাউকে বাতিল মনে করে কেউ নিজেকে সহি ভাবার কোন সুযোগ নাই ;

,

যে সমাজ আল্লাহ প্রদত্ত্ব রাসুল (সা) প্রদর্শিত আইন দিয়ে চালানো হয় না। সমাজ পরিচালিত হয় আল্লাহর নিষিদ্ধ কিছু জঘ্ণ্য আইনে যেমন সুদ ঘোষ ব্যভিচার এর মত আইনকে হালাল করে, সে সমাজে এসবকে সমর্থন করে নিজেকে কি ভাবে একক ব্যক্তি বা দলকে সহি ঘোষনা দেওয়া যায় যদি তা পরিবর্তনের চেষ্টার সঠিক পন্থায় পরিকল্পনা না থাকে?

শত শত বছর ধরে সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে যারা ইসলামের জঘণ্য হারামকে হালাল করে মজবুত ভাবে প্রতিষ্টা করেছে এবং তাদের উত্তরশুরীরা দাপটের সাথে তা পরিচালনা করছে। তাদের সমর্থন করে, নির্বিঘ্নে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে সহি ভাবার কোন সুযোগ আছে কিনা সেটা গভীর ভাবে ভাবা দরকার।

আজকে মুসলমানদের তথা ইসলামের ক্লান্তি লগ্নে কোরআনের শিক্ষায় শিক্ষিত আলেম সমাজের ভাবা উচিৎ বলে মনে করি।

তাই এখনও যারা ফতুয়া বাজি করছেন তাদের ভাবা উচিৎ তা কার স্বার্থে?

রাসুল (সা) দীর্ঘ তেইশ বছরে স্পষ্ট করেই দেখিয়ে গেছেন কোরআনের হুকুম কে বাস্তবে রুপ দিয়ে।

সবাই সে চেষ্টা না করে শুধু সহি আর বাতিলের পার্থক্য খুঁজে কতটুকু সহি হওয়া যায় তা চিন্তায় আনা দরকার বুঝা দরকার।

আল্লাহ্ সবাইকে সঠিক বুঝ দান করুন ইসলামের রশিকে একতাবদ্ধ হয়ে মজবুত ভাবে ধারন করার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File