ঈমানের দাবী কতটুকু পালন হচ্ছে আত্মবিচার করা দরকার ;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৫৩:৩১ দুপুর

রাসুল (সা) এর কথা,কাজ এবং সমর্থন বা অনুমোদনকে হাদিস বলে।

------

রাসুল(সা) এর সামনে কোন অন্যায় কাজ সংগঠিত হলে বাধা দেননি এমন কখনও হয়নি।

তাই রাসুল (সা) এর সামনে ঘঠিত কোন কাজে তিনি নিরব থাকলেও সাহাবে কেরাম ধরে নিতেন এটা ইসলামে নাজায়েজ নয়।

আজ আমাদের সমাজে এমন জঘন্য কর্মকান্ড ঘটে চলেছে আমরা নিরব হয়ে আছি, এটা কি মৌন সমর্থন নয়?

ঈমানদারের দায়িত্ব হলো কোন অন্যায়কে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া, তা না থাকলে পর্যাপ্ত শক্তি সঞ্চয় করার আপ্রান চেষ্টা করা, তা করে উঠার যোগ্যতা এবং সাহস না থাকলে ঘৃণা করা, এটা ঈমানের নিম্নতম দাবি।

আজ ঘরে বসে আফসোস আর ঘৃণা করে ঈমানের দায়িত্ব পালন করছি।

আমরা ইসলামের বড় দাবিদারেরা যারা ফতুয়া দিতে পারদর্শী তারা কোন পর্যায়ের দায়িত্ব পালন করছি?

কোন পর্যায়ের ঈমানদার সঠিক আত্মবিচার করলে নিজেই বুঝা যাবে।

আল্লাহ আমাদের কে নিজেই আত্মবিচার করে সঠিক ঈমানের পথ কোনটি তা নির্ধারন করে চলার তৌফিক দিন।

বিষয়: বিবিধ

৮৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384103
০১ অক্টোবর ২০১৭ রাত ১২:৪৬
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
384104
০১ অক্টোবর ২০১৭ রাত ০১:৩৭
হারেছ উদ্দিন লিখেছেন : ভাই আপনাকেও ধন্যবাদ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File