বিশ্বাস যোগ্য একমাত্র জ্ঞান হল ঐশি জ্ঞান(ওহির জ্ঞান);
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৪৮:৪৯ বিকাল
একমাত্র আদর্শ হলেন রাসুল (সা) এবং সাহাবায়ে কেরাম হলেন সেই আদর্শের নমুনা।
ইলম অর্থ জ্ঞান, ইলম যার মধ্যে আছে এবং যে অর্জন করে সে হল জ্ঞানী বা আলেম।
জ্ঞান দুই প্রকার, একটা হল ভাল জ্ঞান আরেক টা হল মন্দ জ্ঞান।
মন্দ জ্ঞানকে কাজে লাগায় শয়তান বিপথগামীরা।মানুষের মধ্যে শয়তান হতে পারে আবার জ্বীন শয়তানও হতে পারে।
ভাল জ্ঞানকে কাজে লাগায় আল্লাহ বিশ্বাসীরা।
এখন জ্ঞানী জ্ঞানী বলে চিৎকার করলেই হয় না তার মধ্যে কোন আছে সেটা হল বিবেচ্য বিষয়।
যে জ্ঞানকে কোন প্রশ্ন না করে বিশ্বাস করা যায় তা হল একমাত্র ঐশী জ্ঞান। আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কুরআন থেকে পাওয়া জ্ঞান।
এই জ্ঞান অর্জন করার পর তার বাস্তব রুপ দিতে হবে কাজের মাধ্যমে।
কুরআন নাজিল হয়েছে রাসুল (সা) এর কাছে, যখন যে আয়াত নাজিল হয়েছে তা বাস্তবে কাজে পরিনত করে দেখিয়ে গেছেন সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে পূর্ণাঙ্গদ্বীন কায়েম করে।
কেউ যদি কুরআন থেকে সঠিক জ্ঞান অর্জন করে আর কাজ করে তার উল্টা তাহলে সে জ্ঞানীর বা আলেমের কি মূল্য আছে?
সে আলেম বলেই তাকে অন্ধঅনুস্বরণ করতে হবে কেন? এটার কোন যুক্তি আছে?
আজ সমাজে তাই হচ্ছে অন্ধ ভাবে অনুস্বরণ করে তাদেরকে বেহেস্তের ইজারাদার ভেবে তাদের কাছে মুরিদ হচ্ছে সহজ ভাবে তারা বেহেস্তে পৌঁছে দেবে এই ভরষায় পীর উপাধীতে ভুষিত করা হয়েছে।
আর রাসুল (সা) এর শিখানো পথে চলে সাহাবায়ে কেরামকে আদর্শের নমুনা ভেবে যারা নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে তাদের বিরোদ্ধে ফতুয়া দিচ্ছে কিছু লেবাস ধারী আলেম, এদের মধ্যে নাকি ইসলাম নাই।
আবার তাদের হাতের গড়া কিছু আলেম নতুন করে উত্তর সূরী সেজেছে ফতুয়া দেওয়ার জন্য, করুনা হয় এদের জন্য।
আল্লাহ এদের পূর্ণহেদায়াত দান করুন,
সঠিক জ্ঞান দ্বারা সঠিক আমল গুলি করার তৌফিক দিন।
সাধারন মুসলমানদেরকে হেফাজত করুন এদের হাত থেকে।
বিষয়: বিবিধ
৭৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন