"ঈদ মোবারক"

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৬ জুন, ২০১৭, ০৮:৪৫:১৭ রাত

সবাইকে "ঈদ মোবারক"

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

,

আলহামদুলিল্লাহ দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজ ঈদুল ফিতর উদযাপিত হলো,

আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন তাক্বওয়া অর্জনের জন্য, আমরা সকলে যেন সেই তাক্বওয়া নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন থেকে হেদায়াত নিয়ে চলতে পারি।

তাক্বওয়া হল আল্লাহর ভীতি বা ভয়, মনের এমন একটি অবস্থা যা জীবনের প্রত্যেক কাজ করার পূর্বে স্বরণ করিয়ে দেয়, যে কাজটি করতে যাচ্ছি তা কি আল্লাহ করার জন্য বলেছেন নাকি করতে নিষেধ করেছেন। যদি করার জন্য বলে থাকেন তাহলে তা আল্লাহর নিরধারিত নিয়মে করা, আর যদি নিষেধ করে থাকে তাহলে তা থেকে ক্ষতি বা লাভের বিন্দু মাত্র চিন্তা না করে সে কাজ থেকে বিরত থাকা, এর নাম হলো তাক্বওয়া।

এই তাক্বওয়া অর্জনকারী ব্যক্তির নাম মুত্তাক্বী বা পরহেজগার।

ঈমানদারদের কে মুত্তাক্বী বা পরহেজগার বানানো, অর্থাৎ সর্বসময়ে সর্বকাজে কাজে কোরআন থেকে হেদায়াত নিয়ে জীবন পরিচালনার যোগ্য করে গড়ে তোলার জন্যই রোজাকে ফরজ করা হয়েছে।

এই সিয়াম বা রোজা পালনের মাধ্যমে আমরা সবাইকে যেন আল্লাহ মুত্তাক্বী হওয়ার তৌফিক দেন।

বিষয়: বিবিধ

৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File